হোম » অন্যান্য বিভাগ » নলডাঙ্গায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৩ পালিত

নলডাঙ্গায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৩ পালিত

মোঃ রাসেল শেখ: নাটোররের নলডাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে পরিবর্তনশীল ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সাক্ষরতার প্রসার প্রতিপাদ্যে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৩ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পালিত হয়েছে।
আজ ৮ই সেপ্টেম্বর শুক্রবার সকাল ১০ টায় প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৩ উদযাপনে প্রধান অতিথির বক্তবে উপজেলা নির্বাহী অফিসার  দেওয়ান আকরামুল হক  বলেন- সাক্ষরতা এখন শুধু স্বাক্ষর আর লিখতে পড়তে পারার মধ্যে সীমাবদ্ধ নেই, সাক্ষরতা মানে শিক্ষার্থীদের বদঅভ্যাস পরিবর্তনের শিক্ষা, ভালো মানুষ হওয়ার শিক্ষা, পরোপকারী হওয়ার শিক্ষা, মানুষের জন্য নি:স্বার্থ ভাবে কাজ করে যাওয়ার শিক্ষা দেয়া। আমরা সবাই যদি নিজেদের সন্তান ও  শিক্ষার্থীদের যদি এসকল শিক্ষা দেয়ার মাধ্যমে নিজের নাগরিক কর্তব্য পালন করতে পারি তবেই আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের সফলতা আসবে।
এসময় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার ভূমি  মোঃ রাকিবুল ইসলাম , উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ ,  প্রধান শিক্ষক নলডাঙ্গা উচ্চ বিদ্যালয়, সভাপতি,  আওয়ামী লীগ নলডাঙ্গা উপজেলা শাখা, প্রাথমিক শিক্ষক, উপ আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর প্রতিনিধি, সরকারী দপ্তর সমুহের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, শিক্ষার্থী সহ অনেকে।
error: Content is protected !!