হোম » অন্যান্য বিভাগ » জয়পুরহাটে বীর মুক্তিযোদ্ধা গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট এর উদ্বোধন

জয়পুরহাটে বীর মুক্তিযোদ্ধা গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট এর উদ্বোধন

জয়পুরহাট প্রতিনিধিঃ বীর মুক্তিযোদ্ধা গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট-২০২৩ এর উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 
বৃহস্পতিবার বিকেলে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে, জয়পুরহাট পৌরসভার সহযোগীতায় ও জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এ টূর্ণামেন্ট অনুষ্ঠিত হবে। জয়পুরহাট স্টেডিয়াম মাঠে টূর্ণামেন্ট এর শুভ উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও সভাপতি রাজশাহী বিভাগীয় ক্রীরা সংস্থা ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ূন কবীর।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও  জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজীর  সভাপতিত্বে বক্তব্য দেন  পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম, জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সহ সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, জেলা ক্রীরা সংস্থার সাধারণ সম্পাদক মাহবুব মুর্শেদুল আলম লেবু, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমজাদ হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব)  মহিউদ্দিন জাহাঙ্গীর,  অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) ও আহবায়ক বীর মুক্তিযোদ্ধা গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট ২০২৩ আনোয়ার পারভেজ, সদর উপজেলা নির্বাহী অফিসার আরাফাত হোসেন, কালাই উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি, ক্ষেতলাল উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান বন্যা, পাচঁবিবি উপজেলা নির্বাহী অফিসার আরিফা সুলতানা, জেলা আওয়ামী লীগের  সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, সহ সভাপতি এ্যাড. মোমিন আহমেদ চৌধুরী, গোলাম হক্কানি, পাঁচবিবি উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্ন, আক্কেলপুর পৌর মেয়র শহীদুল আলম চৌধুরী, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শান্মীম আজিজ সাজ, সাধারণ সম্পাদক সাবিনা আকতার চৌধুরী প্রমুখ। উদ্বোধনী ম্যাচে পাঁচবিবি পৌরসভা ও ভাদশা ইউনিয়ন অংশ গ্রহণ করে।  মোট ৩৭ টি দল টূর্ণামেন্টে অংশ গ্রহণ করবে। আগামী ২৯ সেপ্টেম্বর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
error: Content is protected !!