হোম » অন্যান্য বিভাগ » বগুড়ার শিবগঞ্জে বীজতলা থেকে ফুলকপির চারা উপরে ফেলার অভিযোগ 

বগুড়ার শিবগঞ্জে বীজতলা থেকে ফুলকপির চারা উপরে ফেলার অভিযোগ 

এম,এ রাশেদ: বগুড়ার শিবগঞ্জে বীজতলা থেকে ফুলকপির চারা উপ রে ফেলার অভিযোগ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দিবাগত গভীর রাতে উপজেলার ছোট নারায়ণপুর গ্রামে ৯ কৃষকের ৪ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন।
কৃষক শ্রী ধীরেন্দ্র নাথ জানান, সে সহ একই গ্রামের কৃষক শ্রী উত্তম দেবনাথ, পরিতোষ চন্দ্র মোদক, মুকুল শেখ, কলম মোদক, কামিনী কান্ত মোদক, শ্রী নৃপেন নাথ, চঞ্চল কুমার ও সাধন চন্দ্র দেবনাথ  কৃষি কাজ করে জীবন যাপন করেন। তারা ছোট নারায়ণ গ্রামের মাঠে তাদের জমিতে বিভিন্ন ফসলের চাষাবাদ করে আসছেন। তারা  শীত কালিন সবজি ফুলকপির চারা রোপনের জন্য তারা ফুলকপির বীজতলায় বীজ রোপন করেন। বর্তমানে ফুলকপির চারাগুলো বেশ সতেজ হয়ে উঠেছে। কিছুদিনের মধ্যে বীজ তলা থেকে কপির চারাগুলো তুলে জমিতে রোপন করবেন। কিন্তু গত ৫ সেপ্টেম্বর গভীর রাতে বীজ তলা থেকে কে বা কাহারা প্রায় দেড় লক্ষাধিক ফুলকপির চারা উপরে ফেলে ৪ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করেন। আমরা প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করেছি। এব্যাপারে শিবগঞ্জ ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম শহিদ বলেন, সনাতন ধর্মীয় লোকজনের ফুলকপির চারা উপরানোর বিষয়টি শুনেছি। তিনি প্রশাসনের নিকট এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবী জানান।
error: Content is protected !!