হোম » অন্যান্য বিভাগ » বেড়ায় শিশু কিশোর কিশোরীদের স্বাস্থ্য উন্নতি করনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বেড়ায় শিশু কিশোর কিশোরীদের স্বাস্থ্য উন্নতি করনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাউজ আলী, বেড়া-সাথিয়া (পাবনা) প্রতিনিধি: মাতৃত্বকালীন জটিলতা, যৌনপ্রজনন,শিশু কিশোর-কিশোরীদের স্বাস্থ্য উন্নতিকরন,নারী অধিকার, বাল্যবিবাহ,ছিন্নমুল পথশিশু, ও  শিশুপ্রতিবন্ধীদের জীবনমান উন্নয়ন শিক্ষা সহযোগিতা মূলক এক কর্মশালা আজ বুধবার (৩০ আগস্ট)  বেড়ায় অনুষ্ঠিত হয়েছে। 
পাবনার বেড়া প্রেসক্লাবের হলরুমে বেসরকারি উন্নায়ন সংস্থা বাংলাদেশ রুরাল ইকোনমিক ডেভেলপমেন্ট (ব্রেড) এর সৌজন্যে আয়োজিত কর্মশালার সভাপতি ছিলেন বেড়া প্রেসক্লাবের সভাপতি আব্দুল হান্নান।এ সময় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মহসিন মল্লিক, ব্রেড এর প্রকল্প সমন্বয়কারী মোঃ মনিরুল ইসলাম ফিল্ড সমন্বয়ক তাহেরা খাতুন,বায়েজিদ বোস্তামী এ এইচ গিফারী প্রমূখ।
প্রকল্প সমন্বয়কারী মোঃ মনিরুল ইসলাম তার বক্তব্য জানান,বাল্য বিবাহ ও স্বাস্থ্য সচেতনার অভাবে মা ও শিশু মৃত্য ঝুকি বাড়ছে।সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠন এগুলো নিয়ন্ত্রণে  রোধে সামাজিক সচেতনতা বৃদ্ধিতে কাজ করছে।এরই ধারাবাহিকতায়  ব্রেড বেড়া উপজেলা ৩টি ইউনিয়ন বাল্য বিবাহ রোধ,মাতৃত্বকালীন জটিলতা নিরসনে মা ও  স্বাস্থ্য কেন্দ্রে মধ্যে সেতুবন্ধন সৃস্টি ও সহযোগিতা, ছিন্নমূল শিশুদেরকে শিক্ষা দানে উদ্বুদ্ধকরণ, কিশোর কিশোরীরদের স্বাস্থ্য সুরক্ষার নানা পরামর্শ দেয়া হচ্ছে। তিনি এগুলো সামাজিক ব্যধি হিসেবে আখ্যায়িত করে সামাজিক সচেতনতা বৃদ্ধিতে সমাজের সকল শ্রেণী পেশার মানুষদের এ কাজে সম্পৃক্তার তাগিদ ও সহযোগিতা কামনা করেছেন।
error: Content is protected !!