হোম » অন্যান্য বিভাগ » সরিষাবাড়ীতে ৭১ নেতাকর্মীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা

সরিষাবাড়ীতে ৭১ নেতাকর্মীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে বিএনপির ৭১ জন নেতাকর্মী বিরুদ্ধে পুলিশের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় ১ জনকে গ্রেপ্তার করে শনিবার (২৬ আগস্ট) বিকেলে তাকে আদালতে সোপর্দ করেছে থানা পুলিশ।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৫ আগষ্ট রাতে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপজেলার পৌরসভার বিভিন্ন
স্থানে অগ্নিসংযোগ, সরকারী/বেসরকারী বিভিন্ন স্থাপনা বিনষ্ট করার উদ্দেশ্যে জড়োহয়। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মহাদান ইউনিয়নের
সানাকৈর বাজার এলাকায় অভিযান চালায় থানা পুলিশ।

পুলিশের অবস্থান টের পেয়ে বিএনপির নেতা কর্মীরা পালিয়ে যায়। ঘটনাস্থল উপজেলার মহাদান ইউনিয়নের সানাকৈর গ্রামের কোরবান আলীর পুত্র মো: ওয়াদুদ কে গ্রেপ্তার করে পুলিশ।

এ ঘটনায় সরিষাবাড়ী থানার উপপরিদর্শক মোঃ মজিবর রহমান বাদী হয়ে ১৯৭৪ সনের পুলিশের বিশেষ ক্ষমতা আইনে ২১ জনকে আসামি ও ৪০/৫০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন।

পুলিশ সানাকৈর গ্রামের কোরবান আলীর পুত্র মোঃ ওয়াদুদ (৪২)কে গ্রেফতার করা হয়েছে।

জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম বলেন, কাল্পনিক ঘটনায় সাজানো মিথ্যা মামলা দিয়ে আমাদের নেতাকর্মীদের গ্রেপ্তার
করা হচ্ছে। ঘটনার দিন মাহাদানে আমাদের কোন প্রোগ্রাম ছিল না।

আমাদের নেতাকর্মীদের বাড়ি ঘরে অভিযান চালানো হচ্ছে। তাদের বাড়িথেকে গ্রেপ্তার করে মিথ্যা মামলা দিচ্ছে। মিথ্যা সাজানো মামলার
ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে তাদের মুক্তির দাবী করছি।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মুহাব্বত কবির বলেন, এ ঘটনায় ১৯৭৪ সনের পুলিশের বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। সরিষাবাড়ী থানার উপপরিদর্শক মো: মজিবর রহমান বাদী হয়ে এ মামলা দায়ের করেছেন। মামলার ১ জন আসামিকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকিদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।

error: Content is protected !!