হোম » অন্যান্য বিভাগ » সান্তাহারে ডা.দেলোয়ার হোসেন খাঁনের পিতার মৃত্যু

সান্তাহারে ডা.দেলোয়ার হোসেন খাঁনের পিতার মৃত্যু

গোলাম রব্বানী দুলাল,আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের সান্দিড়া খাঁ পাড়া গ্রামের মৃত রিয়াজ উদ্দীন খাঁনের ছোট ছেলে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসার ডা.দেলোয়ার হোসেন ফারুখ এর পিতা, সান্তাহার খাঁন টেইলার্সের স্বত্বাধিকারী হাজী মোঃ হারুন-উর রশিদ খাঁন (৭৫) গত শুক্রবার রাত ১০:৩০ মিনিটে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছেলের বাসায় বার্ধ্যক জনিত কারনে মৃত্যু বরন করেন (ইন্না লিল্লাহি ওয়া ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে ৩ ছেলে, ২মেয়ে, নাতি-নাতনীসহ বহু সংখ্যক আত্মীয়-স্বজন, বন্ধু-বন্ধব, গুনগ্রাহী রেখে গেছেন।

হারুন-উর রশিদ খাঁন একজন সৎ,ধার্মীক, নম্র, ভদ্র, দানশীল ব্যক্তি ছিলেন। সান্দিড়া হাফেজিয়া কওমী মাদ্রাসাটি তার দানকৃত জায়গায় প্রতিষ্ঠিত। ঐ মাদ্রাসায় তিনি বহুদিন সভাপতি ছিলেন। মৃত্যুর আগে তিনি সান্দিড়া ফুটবল মাঠ সংলগ্ন সান্তাহার-সাইলো রোডে অবস্থিত মসজিদে দুই লক্ষ টাকা দান করার ওছিয়ত করে যান তার ছেলে ডা.দেলোয়ার হোসেন ফারুখ জানান।

মরহুমের ১ম জানাজার নামাজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, ২য় জানাজার নামাজ বাদ যোহর গ্রামের বাড়ি সান্দিড়া স্টার ক্লাব ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়।

জানাজার নামাজে উপস্থিত ছিলেন, সান্তাহার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোজাহার হোসেন পিন্টু, আদমদীঘি উপজেলা শাখার জাতীয় শ্রমিকলীগের সাবেক আহবায়ক রাশেদুল ইসলাম রাজা, আলহাজ্ব আহম্মেদ আলী স্বপন(নাহিদ চাউল কল), বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন জোয়াদার, আব্দুল হাকিম খান, আব্দুস সাজ্জাদ আঙ্গুর, ৫নং ওয়ার্ড মেম্বার রফিকুল ইসলাম রন্জু, বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আকরাম হোসেন জোয়াদার, সাংবাদিক গোলাম রব্বানী দুলাল, সান্দিড়া স্টার ক্লাবের সভাপতি নূর-ইসলাম, কাজী বেলাল, আব্দুল হাই, এমারত হোসেন, সান্তাহার ইউনিয়ন ও সান্তহার পৌরসভার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সান্দিড়া গ্রামের সকল শ্রেণীর ধর্মপ্রাণ মুসলমানবৃন্দ।

Loading

error: Content is protected !!