হোম » অন্যান্য বিভাগ » সাইদীর চিকিৎসককে হত্যার হুমকিদাতা তাফসিরুল আটক

সাইদীর চিকিৎসককে হত্যার হুমকিদাতা তাফসিরুল আটক

আওয়াজ অনলাইন: জামায়াত নেতা দেলোয়ার হোসাইন সাইদীর চিকিৎসককে হত্যার হুমকি দাতা তাফসিরুল ইসলামকে ঝিনাইদহের মহেশপুর থেকে আটক করেছে র‌্যাব। 

বৃহস্পতিবার র‌্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি বলেন, দেলোয়ার হোসেন সাইদী হৃদরোগে আক্রান্ত হওয়ার পর কারা কর্তৃপক্ষ তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নিয়ে গেলে তার চিকিৎসার দায়িত্বে থাকেন এস এম মোস্তফা জামান।

আটক তাফসিরুল ছাত্রশিবিরের একজন সক্রিয় সদস্য উল্লেখ করে র‌্যাব জানায়, ব্যক্তিগত ক্ষোভ থেকে ভয়ভীতি দেখানোর জন্যই তাফসিরুল ওই চিকিৎসককে হত্যার হুমকি দেন।

সাঈদীর চিকিৎসককে আরও যারা হুমকি দিচ্ছেন, তাদের সকলকেই আইনের আওতায় আনা হবে বলেও জানান র‌্যাব কর্মকর্তা খন্দকার আল মঈন।

তিনি বলেন, গত রাতে তাফসিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাফসিরুল সাঈদীর মৃত্যুকে কেন্দ্র করে অপপ্রচারসহ চিকিৎসক মোস্তফা জামানকে হত্যার হুমকি দেওয়ার বিষয়ে তথ্য দিয়েছেন। তফসিরুল স্থানীয় একটি কলেজে অনার্স দ্বিতীয় বর্ষে পড়ালেখা করেন।

তফসিরুল স্কুলজীবন থেকেই বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের একজন সক্রিয় সদস্য।

error: Content is protected !!