হোম » অন্যান্য বিভাগ » মির্জাগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা বজলুর রহমানের দাফন সম্পন্ন

মির্জাগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা বজলুর রহমানের দাফন সম্পন্ন

এস কে মিন্টু, মির্জাগঞ্জ প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জে একাত্তরে মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা বজলুর রহমানের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। 
বুধবার ( ১৬ আগস্ট) বিকাল ৬ টায় উপজেলা পরিষদ চত্বরে তাঁর জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এসময় থানা পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করেন। জানাজা নামাজে উপজেলা চেয়ারম্যান খান মো. আবু বকর সিদ্দিকী এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। জানাজা শেষে তাঁর মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মরহুম বীর মুক্তিযোদ্ধা বজলুর রহমান উপজেলার ঝাটিবুনিয়া গ্রামের বাসিন্দা। তিনি সুবিদখালী সদরস্থ ইউনাইটেড ডায়াগনস্টিক এন্ড মেডিকেল ল্যাব এর স্বত্বাধিকারী। ওইদিন দুপুর আড়াই টায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। মৃত্যুকালে তাঁর বসয় হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, দুই পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Loading

error: Content is protected !!