হোম » অন্যান্য বিভাগ » নলডাঙ্গায় হাটাহাটি ক্লাবের সদস্যদের জার্সি উপহার

নলডাঙ্গায় হাটাহাটি ক্লাবের সদস্যদের জার্সি উপহার

মোস্তাফিজুর রহমান, নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গা উপজেলায় হাঁটাহাঁটি ক্লাবের সদস্যদের মুনলাইট ফার্মেসীর সত্ত্বাধীকারী আলহাজ্ব মো: রেজাউল বারী মৃধার পক্ষ থেকে জার্সি উপহার হিসাবে দেওয়া হয়েছে।
১৬ ই আগষ্ট (বুধবার) নলডাঙ্গা উপজেলা পরিষদ চত্ত্বরে হাঁটাহাঁটি ক্লাবের সদস্যদের  মাঝে ২৫ টি জার্সি উপহার হিসাবে বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন হাঁটাঁহাটি ক্লাব, নলডাঙ্গার সকল সদস্যবৃন্দ।
উল্লেখ্য হাঁটাঁহাটি ক্লাব,নলডাঙ্গা ২০২১ সালে যাত্রা শুরু করে বৃক্ষরোপণ,রক্তদান,বাল্যবিবাহ প্রতিরোধ,মৎস্য উন্মুক্তকরণ সহ বিভিন্ন সেচ্ছাসেবী কাজ করে আসছে।

Loading

error: Content is protected !!