হোম » অন্যান্য বিভাগ » বগুড়ার সদর নামুজায় হাতির অস্বাভাবিক মৃত্যু, এলাকায় নানা গুঞ্জন

বগুড়ার সদর নামুজায় হাতির অস্বাভাবিক মৃত্যু, এলাকায় নানা গুঞ্জন

এম এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার সদর নামুজার চৌমুহনীর দুপচাচিয়া রাস্তার পাশে বগাড় পাড়ায় একটি হাতির অস্বাভাবিক মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শির বিবরণে কাশ বগুড়া সদর নামুজা ইউনিয়নের বগাড়াপাড়া পাকা রাস্তায় এলাকার জনগণ মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে একটি মৃত্যু হাতি দেখতে পায়।
সংবাদটি সদর থানার এসআই জাহিদ হোসেন জানতে পেয়ে বন বিভাগে সংবাদ দেয় এবং জানান হতিটি কিভাবে এখানে এলো এবং কারা নিয়ে এসেছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক মহান্থান গড়ের এককধিক ব্যক্তি জানান হাতিটি চট্রগ্রাম থেকে নিয়ে আসা হয়েছিল,  এর পরিচালনার দায়িত্ব ছিল এনামুল নামের একটি ছেলে। হাতির গায়ে বিভিন্ন জায়গায় ক্ষত চিহ্ন দেখা গেছে। এতো বড় বন্য প্রানী কি ভাবে, কারা বগুড়ায় নিয়ে এসেছিল? বিষয়টি খতিয়ে দেখে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা দরকার।
এব্যাপারে রানা সাথে তার মুঠোফোন কথা বললে সে জানায় হাতি পরিচালনার দায়িত্বে  ছিল এনামুল। হাতিটি আমার আত্মীয়ের হওয়াই আমি দেখাশনা করতাম, এনামুলই ছিল মুল দায়িত্বে।
error: Content is protected !!