হোম » অন্যান্য বিভাগ » মোরেলগঞ্জ বঙ্গমাতা ফজিলাতুন্নেছার ৯৩ তম জন্মদিন পালিত

মোরেলগঞ্জ বঙ্গমাতা ফজিলাতুন্নেছার ৯৩ তম জন্মদিন পালিত

মোরেলগঞ্জ প্রতিনিধি: মহিয়সী বঙ্গমাতার চেতনা অদম্য বাংলাদেশের প্রেরণা প্রতিপাদ্য জাতির পিতা শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের ৯৩তম জন্মদিন পালিত।
জন্মদিন উপলক্ষে (৮ আগষ্ট) মঙ্গলবার  সকালে মোরেলগঞ্জ  ইউডিএফ জাইকা প্রকল্প কর্মকর্তা রিয়াজুর রহমান এর সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার এস এম তারেক সুলতানের  সভাপতিত্বে আলোচনা সভা, দোয়া মাহফিল ও সেলাই মেশিন বিতরণ করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এ্যাড.শাহ-ই আলম বাচ্চু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম।
অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) আব্দুল মালেক,থানা অফিসার ইনচার্জ সাইদুর রহমান, প্রানী সম্পদ কর্মকর্তা ইউনুস আলী,সমাজ সেবা কর্মকর্তা গৌতম বিশ্বাস,জোনাল ম্যানেজার পল্লী বিদ্যুৎ ওয়াদুদ খন্দকার,শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা রতন দাস,আনসার ভিডিপি কর্মকর্তা মো.শফিকুর রহমান,আইসিটি কর্মকর্তা ত্রিদিপ সরকার,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল জাবির,জনস্বাস্হ্য প্রকৌশলী মনিরুল ইসলাম,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী,সহকারী শিক্ষা কর্মকর্তা অসীত বর্মন,রফিকুল ইসলাম,সজল মহুলী,রাসেল মোল্লা,উপ-সহকারী প্রকৌশলী শুভস্কর মন্ডল উপ-সহকারী প্রকৌশলী সোহেল রানা প্রমুখ।
প্রধান অতিথি বক্তাব্যে বলেন, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শৈশব থেকেই তাকে জীবনসঙ্গী হিসেবে পেয়েছিলেন বঙ্গবন্ধু। মৃত্যুর আগ পর্যন্ত যোগ্য সহযোদ্ধা হিসেবে পাশে ছিলেন মহীয়সী এই নারী। যে কারণে রাজনৈতিক জীবনে সফল হয়ে বাংলাদেশকে স্বাধীনতা এনে দিতে পেরেছিলেন বঙ্গবন্ধু।
উল্লেখ্য যে, ১৯৩০ সালের ৮ আগস্ট। গোপালগঞ্জের অজপাড়া গাঁ টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন ফজিলাতুন্নেসা। সবশেষে মহিলা বিষয়ক কার্যালয়ের পক্ষ থেকে  দিবসটি উপলক্ষে ১০ জন অসহায় দুঃস্থ মানুষের  মাঝে সেলাই মেশিন বিতরণ করেন।

Loading

error: Content is protected !!