হোম » অন্যান্য বিভাগ » শেরপুরে উচ্চ শব্দে সাউন্ডবক্স বাজানো নিষেধ করায় রিকশাচালককে  হত্যা

শেরপুরে উচ্চ শব্দে সাউন্ডবক্স বাজানো নিষেধ করায় রিকশাচালককে  হত্যা

মোঃ আব্দুল করিম, শেরপুর : শেরপুর জেলা শহরের পৌরসভার পশ্চিম শেরী মহল্লায় গভীর রাতে উচ্চ শব্দে সাউন্ডবক্স বাজানো নিষেধ করায় মোহাম্মদ আলী ওরফে মিন্না শেখ (৫৫) নামে এক রিকশাচালককে কুপিয়ে হত্যা করেছে এক দল বখাটে যুবক।
১ আগস্ট সোমবার ভোর রাতে শেরপুর পৌর শহরের পশ্চিম শেরী মহল্লায় কূপিয়ে আহত করে ওই রিকশাচালকে। পরে ২ আগস্ট বুধবার তিনি মারা যান। ২ সন্তানের জনক নিহত মিন্না শেখ ওই মহল্লার মৃত আশ্রাফ আলী ওরফে পেতো’র ছেলে। বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহম্মেদ বাদল।
পুলিশ সূত্রে জানা যায়, নিহত মিন্না শেখের বসত ঘরের পাশে এক দল বখাটে যুবক উচ্চ শব্দে সাউন্ডবক্সে গান বাজানোর সময় মিন্না শেখ তাদেরকে গভীর রাতে উচ্চ শব্দে সাউন্ডবক্স গান বন্ধ করতে নিষেধ করেন। এ নিয়ে ওই বখাটেদের সাথে কথাকাটাকাটির এক পর্যায়ে মিন্না শেখের ওপর হামলা করে তারা।
এতে সে গুরুতর আহত হয়। পরে তাকে আহত অবস্থায় জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে বুধবার ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু ঘটে।
নিহতের ছোট ভাই বিল্লাল হোসেন ও সেকান্দর আলী জানান, রাতের শুরু থেকেই বখাটেরা সাউন্ডবক্স বাজাচ্ছিল। গভীর রাতেও সাউন্ড না কমানোয় মিন্না ভাই তাদের নিষেধ করে। পরে এ নিয়ে তাদের সাথে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মোতালেবের ছেলে কবির (৫৫), কবিরের ছেলে রাজিব (৩৩) ও রাজন (২২), বাবুল মোল্লার ছেলে সোহান (২৮), মোজাম্মেলের ছেলে রবিউল করিম (৩২) ঘরে হামলা চালায় ও ভাইকে চাইনিজ কুড়াল ও রাম দা দিয়ে কোপ দেয়। এতে ভাইয়ের পেট কেটে ভুড়ি বের হয়ে যায়। পরে তারা ভাইকে কোচ (মাছ ধরার বিশেষ যন্ত্র) দিয়ে আঘাত করে। ভাইকে ওই সন্ত্রাসীরা যেভাবে মেরে ফেললো, এ ঘটনায় সন্ত্রাসীদের ফাঁসির দাবি করছি।
নিহতের মা লাইলি বানু (৭২) বলেন, আমার বাপরে এভাবে কুপাইয়া যারা মারলো, আমি তাদের ফাঁসি চাই। আমার দুইটা নাতি আছে এডার (একটার) বয়স ৫, আরেডার (আরেকটা) বয়স ৮। এহন (এখন) তাদের দেখবে কে।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বসির আহম্মেদ বাদল জানান, ওই ঘটনায় পাঁচজনের নাম উল্লেখ করে নিহতের স্ত্রী একটি হত্যা মামলা দায়ের করেছেন। জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

Loading

error: Content is protected !!