হোম » অন্যান্য বিভাগ » বগুড়ার শাজাহানপুরে এনজিও কর্মী ছুরিকাঘাতে আহত

বগুড়ার শাজাহানপুরে এনজিও কর্মী ছুরিকাঘাতে আহত

এম এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুরে দুবৃত্তদের ছুরিকাঘাতে তানভীর আলম (২৭) নামের এক এনজিও কর্মী গুরুতর আহত হয়েছে। 
তার শারিরীক অবস্থা আশঙ্কা জনক। গত সোমবার (৩১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খড়না নাদুরপুকুর চকপাড়া এলাকায় ঘটনাটি ঘটে।
আহত এনজিও কর্মী উপজেলার পল্লীমোঙ্গল কর্মসূচি নামের একটি এনজিওতে মাঠ কর্মী হিসেবে কর্মরত।
আহত ব্যক্তি হলেন, পাবনা জেলার ভাঙ্গুরা উপজেলার পুনিপাড়া গ্রামের  আব্দুম সামাদের ছেলে।
জানাগেছে, আহত তানভীর হোসেন  গ্রাহকদের বাড়ী হতে টাকা আদায় করে মোটরসাইকেল যোগে মাঝিড়া এনজিও অফিসে আসার পথে অজ্ঞাত দুর্বৃত্ত মোটরসাইকেল গতিরোধ করে তানভীরের পেটে এবং শরিরের বিভিন্ন স্থানে চাকুর আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে আহতাবস্থায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, জড়িতদের আটকে অভিযানে নেমেছে পুলিশ।
error: Content is protected !!