হোম » অন্যান্য বিভাগ » শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ ও মানববন্ধন

শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ ও মানববন্ধন

মো: রিমন চৌধুরী ডোমার (নীলফামারী) প্রতিনিধি: ১৩ দফা দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচী করেছে বাংলাদেশ কৃষি ফান্ড শ্রমিক ফেডারেশন।
মঙ্গলবার (২৫ জুলাই) সকাল ১০টার দিকে দেবীগঞ্জ প্রজনন বীজ উৎপাদন কেন্দ্রে কর্মসূচীর আয়োজন করে দেবীগঞ্জ প্রজনন বীজ উৎপাদন কেন্দ্র শ্রমিক সমিতি।
সংগঠনের সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ সভাপতি উমর আলী, সাংগঠনিক সম্পাদক মাহাবুব আলম, দপ্তর সম্পাদক আব্দুল জলিল, সদস্য বাবুল হোসেন বক্ত রাখেন।
বক্তারা মজুরী বৃদ্ধি ও চাকুরী স্থায়ীকরণসহ ১৩দফা দাবীতে গত ২১ জুলাই হতে আগামী ৩০জুলাই পর্যন্ত বিভিন্ন কর্মসূচী পালন করবে।

Loading

error: Content is protected !!