হোম » অন্যান্য বিভাগ » না’গঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত দুই, আহত সাত

না’গঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত দুই, আহত সাত

নারায়নগন্ঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জে একটি পোশাক কারখানার আগুন নেভাতে যাওয়ার সময় ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের গাড়ির চালক গাড়ি চালানো অবস্থায় হঠাৎ করেই স্ট্রোক করেন।

এই সময় ফায়ার সার্ভিসের এই গাড়িটি একটি যাত্রীবাহী বাস, একটি প্রাইভেট কার ও তিনটি অটো রিকশার সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এই সময় ঘটনাস্থলেই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের গাড়ির চালক জাহাঙ্গীর আলমসহ দুইজনের মৃত্যু ঘটে। এই ঘটনায় কমপক্ষে সাতজন আহত হয়েছে বলে জানা গেছে। আহতদের গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

গতকাল সোমবার বেলা ১১টার দিকে চাষাঢ়া সান্তনা মার্কেটের সামনে এই মর্মান্তি সড়ক দুর্ঘটনাটি ঘটে। জাহাঙ্গীর হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের গাড়িচালক ছিলেন। অপর জন একজন রিকশা চালক। বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আক্তারুজ্জামান।

আহতরা হলেন নারায়ণগঞ্জের মাসদাইরের সিরাজুল, চাঁনমারির আমজাদ, খানপুর বৌ-বাজার এলাকার রোকন, খানপুর এলাকার ইরানী, জামতলা এলাকার সারা ও নাজমা, মুন্সিগঞ্জের বিক্রমপুরের রেশমা। এদের মধ্যে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন সারা ও নাজমা।

error: Content is protected !!