হোম » অন্যান্য বিভাগ » উল্লাপাড়ায় অর্ধশতাধিক মোটরসাইকেল আটক

উল্লাপাড়ায় অর্ধশতাধিক মোটরসাইকেল আটক

রায়হান আলীঃ সোমবার উল্লাপাড়া মডেল থানা পুলিশ সিরাজগঞ্জ জেলা ট্রাফিক পুলিশের সহযোগিতায় বগুড়া-নগরবাড়ি মহাসড়ক ও উল্লাপাড়া পৌরশহরের বিভিন্ন রাস্তায় অভিযান চালিয়ে অর্ধশতাধিক মোটরসাইকেল আটক করেছে। এসব মোটর সাইকেলের কোন বৈধ কাগজপত্র নেই।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে কোন রকম বৈধ কাগজপত্র ছাড়াই মোটরসাইকেল মালিকেরা রাস্তায় চলাচল করে আসছিল।

উল্লেখিত মোটরসাইকেল মালিকদের নিকট থেকে নিদিষ্ট সময়ের মধ্যে লাইসেন্স করে নেওয়ার মুচলেকা ও জরিমানা আদায় করে থানা থেকে ছেড়ে দেওয়া হবে।

Loading

error: Content is protected !!