হোম » অন্যান্য বিভাগ » ঝালকাঠির বাস দুর্ঘটনায় পুলিশের মামলা, আসামি তিন

ঝালকাঠির বাস দুর্ঘটনায় পুলিশের মামলা, আসামি তিন

আওয়াজ অনলাইন: ঝালকাঠিতে ভয়াবহ বাস দুর্ঘটনায় তিন জনকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। দুর্ঘটনা কবলিতদের কেউ মামলা না করায় পুলিশ বাদি হয়ে মামলাটি করেছে।

রোববার মধ্যরাতে থানার এসআই সুশঙ্কর বাদি হয়ে মামলাটি দায়ের করেন।

এতে বাসের চালক মোহন (৪০), সুপারভাইজার মিজান (৩০) ও সহকারী আকাশকে (১৭) আসামি করা হয়েছে। তবে দুর্ঘটনার পর থেকেই সবাই পলাতক আছেন।

পুলিশ সুপার মো. আফরুজুল হক টুটুল জানান, নিহত বা আহতদের পরিবারের পক্ষ থেকে কেউ মামলা না করায় পুলিশের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। আসামিদের ধরতে  অভিযান চালানো হচ্ছে। দ্রুত তাদের গ্রেপ্তার করা হবে।

এদিকে দুর্ঘটনার কারণ উদ্‌ঘাটনে জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট  মামুন শিবলিকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।

শনিবার সকালে ঝালকাঠি সদর উপজেলার ছত্রকান্দা এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। এতে তিন শিশু, আট নারী ও ছয় জন পুরুষসহ ১৭ জন নিহত হন। আহত হন অন্তত ৩০ জন। তাদের মধ্যে ২৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার কারণ জানতে অনুসন্ধানে একাত্তর জানতে পারে, বাসটির চালক যাত্রীদের সঙ্গে তর্ক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়েছিলেন।

দুর্ঘটনায় নিহত শাহীন মোল্লা নামে এক যাত্রীর ছোট ভাই ও ওই বাসের যাত্রী সালাম মোল্লা জানান, বাসে অ‌তি‌রিক্ত যাত্রী নি‌তে নিষেধ করা হয়। এ নিয়ে চালক কিছু যাত্রীদের সঙ্গে বাকবিতণ্ডা শুরু ক‌রেন। এক পর্যায়ে গাড়ির নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে পুকু‌রে না‌মি‌য়ে দেন।

সালাম বলেন, ওই বাসে করে বাবাকে চিকিৎসা করাতে দুই ভাই বরিশাল যাচ্ছিলাম। কিন্তু ওই সড়ক দুর্ঘটনায় বড় ভাই ও বাবাকে হারালাম।

দুর্ঘটনার কারণ আরও খতিয়ে দেখতে প্রতিবেদকের কথা হয় দুর্ঘটনায় পড়া বাসটির আরও কয়েকজন যাত্রীর সঙ্গে।

তারা বলেন, স্থানীয়ভাবে ছড়ানো হচ্ছে- ইজিবাইককে সাইড দিতে গিয়ে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। বিষয়টি সত্য নয়। তাদের দাবি, দুর্ঘটনার সময় বাসের সামনে বা পেছনে কোনো ইজিবাইক ছিল না। স্থানীয় বাস মালিক সমিতি এই সড়কে ইজিবাইকগুলো ইতিমধ্যেই নিয়ন্ত্রণে রেখেছেন। ইজিবাইক নিয়ে যারা ভুল তথ্য ছড়াচ্ছেন তাদের অন্য উদ্দেশ্য থাকতে পারে।

সালামের মতো তারাও বলেন, দুর্ঘটনার আগে চালকের সঙ্গে বাসে অতিরিক্ত যাত্রী তোলা নিয়ে তর্ক চলছিল। ওই বাসের ছাদেও যাত্রী ছিল।

তারা জানান, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে পি‌রোজপু‌রের ভান্ডা‌রিয়া থে‌কে ৪২ জনসহ বিভিন্ন স্টপেজ থেকে ৬০ জনের বেশি যাত্রী নি‌য়ে ব‌রিশা‌লের উদ্দেশে ছে‌ড়ে যায় বাসটি। প‌থে দুর্ঘটনার কবলে পড়ে।

error: Content is protected !!