হোম » অন্যান্য বিভাগ » ধুনটে গভীর রাতে নিয়ন্ত্রণ হারিয়ে এমপির ছেলের গাড়ি ঢুকলো কৃষকের ঘরে

ধুনটে গভীর রাতে নিয়ন্ত্রণ হারিয়ে এমপির ছেলের গাড়ি ঢুকলো কৃষকের ঘরে

এম এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার ধুনটে গভীর রাতে ফাঁকা সড়কে এমপি ছেলের বেপরোয়া গতির গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে মফিজ উদ্দিন নামে এক কৃষকের ঘরে ঢুকে পড়ে। এতে ওই কৃষকের ঘর ভেঙ্গে যায়। ক্ষতিগ্রস্ত কৃষক উপজেলার সদর ইউনিয়নের হুকুমআলী এলাকার বাসিন্দা। শুক্রবার দিবাগত রাত প্রায় ২ টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত প্রায় ২টার দিকে স্থানীয় এমপি পুত্র ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আসিফ ইকবাল সনি নিজে গাড়ি চালিয়ে গন্তব্যে যাচ্ছিলেন। গাড়িটি কৃষক মফিজের বাড়ীর কাছে আসতেই হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে টিনের বেড়া ভেঙ্গে মফিজের ঘরের মধ্যে ঢুকে পড়ে। এতে টিনের ঘরটির ব্যাপক ক্ষতি হয়।

ঘরে থাকা খাট ও আসবাবপত্র ভেঙ্গে যায়। অল্পের জন্য প্রাণে বেঁচে যায় মফিজ ও তার পরিবার। তবে গুঞ্জন উঠেছে এমপি পুত্র আসিফ ইকবাল সনি মাতাল অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসিন আলম তার গাড়িতেই ছিলেন। পরে এমপি পুত্র সনি নিজেই গাড়িটি রাস্তায় তুলে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে বলে জানা যায়।

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসিন আলী বলেন, মূলত হঠাৎ করে গাড়িটির চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে ওই বাড়িতে ঢুকে পড়ে। ক্ষনিকের জন্য আতংকিত হলেও আমরা কেউ আহত হইনি।

এমপি পুত্র ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আসিফ ইকবাল সনি বলেন, আমি গাড়ি চালাচ্ছিলাম বা মাতাল অবস্থায় ছিলাম এটা সম্পূর্ন মিথ্যা। আমি কখনো মদ্যপ গ্রহন করিনা।

রাজনৈতিক ফাইদা নেওয়ার জন্য প্রতিপক্ষরা মিথ্যা ও বানোয়াট কথা বলে আমার নামে অপপ্রচার চালাচ্ছে। ঘটনার দিন খেলা দেখে আসার সময় ড্রাইভার নিজে গাড়ি চালাচ্ছিলো।

হঠাৎ গাড়ির চাকা পাংচার হয়ে অনাকাঙ্খিত এ দুর্ঘটনা ঘটে। এক প্রশ্নের জবাবে বলেন, অবশ্যই ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে আছি এবং থাকবো।

ধুনট থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।

Loading

error: Content is protected !!