হোম » অন্যান্য বিভাগ » ভেড়ামারায় বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবিসহ অফিস ভাংচুরের প্রতিবাদে সমাবেশ

ভেড়ামারায় বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবিসহ অফিস ভাংচুরের প্রতিবাদে সমাবেশ

জাহিদ হাসান: কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় সাত বাড়িয়া গো-হাটে আওয়ামী লীগের অফিসে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর করায় প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয়।
গতকাল সোমবার (৫ জুন) বিকেলে সাত বাড়িয়া গো- হাটে ধরমপুর ইউপি কৃষক লীগের সভাপতি আবুল হোসেন সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের ভেড়ামারা উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা শফিউল ইসলাম কুব্বাত।
বিশেষ অতিথি ছিলেন, ধরমপুর ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান শাহাবুল আলম লালু, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ চপল, উপজেলা আওয়ামী লীগের সদস্য – শরিফুল ইসলাম নবাব, আওয়ামী লীগ নেতা- আনোয়ার হোসেন, বিএম নয়ন, রহিদুল ইসলাম বুদু, কামাল হোসেন প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন, আব্দুল আজিজ গং শফিউল ইসলাম কুব্বাতের সাতবাড়ীয়া গো-হাট সংলগ্ন বাজারের সামনে আওয়ামীলীগ অফিসের ০২টি রুমে ব্যাপক ভাংচুর ও তান্ডব চালিয়ে জাতি পিতা শেখ মুজিবর রহমানের ০২টি এবং শেখ হাসিনার ০২ টি ছবি টেনে নামিয়ে ভাংচুর করে থাকে। এতে দলীয় ভাবমূর্তি ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সমালোচনা তৈরী হয়। এ ঘটনার অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি।
error: Content is protected !!