হোম » অন্যান্য বিভাগ » বনানীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত তরুণের মৃত্যু

বনানীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত তরুণের মৃত্যু

আওয়াজ অনলাইন: রাজধানীর বনানীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক তরুণের (২৫) মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে বনানী চেয়ারম্যানবাড়ির সেতু ভবনের পাশে রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তরুণের পরনে ছিল নেভি ব্লু শার্ট ও জিন্সের প্যান্ট।

রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে বনানী চেয়ারম্যানবাড়ির সেতু ভবনের পাশে নির্মাণাধীন এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে রেললাইনের আপ লাইনে ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কমলাপুর রেলওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইকবাল হোসেন জানান, খবর পেয়ে শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে শনিবার বেলা ১১টার দিকে মরদেহটি ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশের সহায়তায় নিহতে তরুণের পরিচয় জানার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

Loading

error: Content is protected !!