হোম » অন্যান্য বিভাগ » ভৈরবে গাঁজা-সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

ভৈরবে গাঁজা-সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে অভিযান পরিচালনা করে ৪০ কেজি গাঁজা ও ২৫০ বোতল ফেনসিডিলসহ জাহাঙ্গীর হোসেন (৩০) নামে এক মাদককারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।
শুক্রবার (৫ মে) দুপুরে র‌্যাব-১৪, সিপিসি-২ ভৈরব ক্যাম্প থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।আটক জাহাঙ্গীর হোসেন ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার হোসেনপুর এলাকার হাবিবুর রহমানের ছেলে।
বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার সকাল ৬টার দিকে ভৈরবের দুর্জয় মোড় এলাকায় পিকআপভ্যানসহ মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেনকে আটক করা হয়।
এ সময় গাড়িটি তল্লাশি করে ৪০ কেজি গাঁজা ও ২৫০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাহাঙ্গীর দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে অবৈধ মাদকদ্রব্য গাঁজা ও ফেনসিডিল দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করে আসছিল বলে স্বীকার করেছেন।
এ ঘটনায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা প্রক্রিয়াধীন।
error: Content is protected !!