হোম » অন্যান্য বিভাগ » গাইবান্ধায় রবীন্দ্রনাথ ও কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

গাইবান্ধায় রবীন্দ্রনাথ ও কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আঃ খালেক মন্ডল:  ৮ মে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম এবং ২৫মে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে বুধবার গাইবান্ধা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক মো. অলিউর রহমানের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় আলোচনায় অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুশান্ত কুমার মাহাতো।

সভায় গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি কেএম রেজাউল হক, অধ্যক্ষ মাজহার-উল-মান্নান, প্রফেসর একেএম শফিকুর রহমান, অধ্যাপক জহুরুল কাইয়ুম, আলমগীর কবির বাদল, বীর মুক্তিযোদ্ধা ওয়াশিকার মো. ইকবাল মাজু, দেবাশীষ দাশ দেবু, প্রমতোষ সাহা, শাহ মশিউর রহমান, গৌতমাষিশ গুহ সরকার, উত্তম সরকার, জেলা কালচারাল অফিসার আলমগীর কবির, সরকারি-বেসরকারি কর্মকর্তা, সাংবাদিক, কবি সাহিত্যিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Loading

error: Content is protected !!