হোম » অন্যান্য বিভাগ » জামালপুরে মহান মে দিবস পালিত

জামালপুরে মহান মে দিবস পালিত

রবিউল হাসান লায়ন: সারাদেশের ন্যায় জামালপুরেও যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মহান মে দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সোমবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি মালগুদাম মোড় থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকুল তলা চত্বরে গিয়ে শেষ হয়।
এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা প্রশাসক শ্রাবস্তী রায়, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি মশিউর রহমান বাবু ।
র‌্যালিতে জেলা ও উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রমিক সংগঠনের সবস্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করে।
এছাড়াও ট্রাক-ট্রাংকলড়ি ও কাভার্টভ্যান শ্রমিক ইউনিয়ন, বাস শ্রমিক ইউনিয়ন, হোটেল শ্রমিক ইউনিয়ন, জেলা শ্রমিক লীগ ও জেলা শ্রমিক দলসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের ব্যানারে পৃথক পৃথক র‌্যালি বের হয়।

Loading

error: Content is protected !!