হোম » অন্যান্য বিভাগ » ব্রাহ্মণবাড়িয়ায় অধিক গরমে ফের লাইন বেঁকে ট্রেন চলাচল বন্ধ

ব্রাহ্মণবাড়িয়ায় অধিক গরমে ফের লাইন বেঁকে ট্রেন চলাচল বন্ধ

আওয়াজ অনলাইন: ব্রাহ্মণবাড়িয়ায় চট্টগ্রাম-সিলেটের সাথে ঢাকামুখী আপলাইন ট্রেন চলাচল স্বাভাবিক করার ১৬ ঘণ্টা পর ফের একই স্থানে অত্যধিক গরমে লাইন বেঁকে যাওয়ায় আপলাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়েছে। আজ শনিবার (২৯ এপ্রিল) সকাল পৌনে ১০টার দিকে উপকূল এক্সপ্রেস ট্রেন শহরতলীর দাড়িয়াপুর অতিক্রম করে। এর কিছুক্ষণ পর বেলা ১১টার দিকে লাইনটি বেঁকে যায়। এতে করে চট্টগ্রাম-সিলেটের সাথে ঢাকামুখী আপলাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার রফিকুল ইসলাম জানান, সকালে অত্যধিক গরমের কারণে আপলাইনে মেরামত করা রেললাইনটি পুনরায় বেঁকে যায়। এতে ঢাকামুখী আপলাইন ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। কিন্তু ডাউন লাইনের অবস্থাও ভাল নয়। গরমে ডাউন লাইনটিও বেঁকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা ঊর্ধ্বতন মহলের নির্দেশে ৩০ কিলোমিটার গতিসীমায় ট্রেন চলাচল স্বাভাবিক রেখেছি। তবে রেললাইন ঠান্ডা না হওয়া পর্যন্ত বেঁকে যাওয়া লাইনটি মেরামত করা যাবে না।

ঘটনাস্থলে গত বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকামুখী মালবাহী ট্রেনের ৭টি বগি লাইনচ্যুত হয়। রেলওয়ে বিভাগ জানায়, গরমে লাইন বেঁকে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে। এরপর রেলওয়ে বিভাগ ৩০ ঘণ্টার চেষ্টায় শুক্রবার রাতে ঢাকামুখী আপলাইনে ট্রেন চলাচলের উপযোগী করলেও শনিবার সকাল থেকে ফের বন্ধ হয়ে পড়ে।

Loading

error: Content is protected !!