হোম » অন্যান্য বিভাগ » আরও দুদিন দাবদাহের পর বৃষ্টির সম্ভাবনা

আরও দুদিন দাবদাহের পর বৃষ্টির সম্ভাবনা

আওয়াজ অনলাইন: সারাদেশে আরও দুদিন দাবদাহের পর বিভিন্ন অঞ্চলে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে একজন আবহাওয়াবিদ জানিয়েছেন। 

আবহাওয়া অফিসের খবর, বৃহস্পতিবারের পর থেকে তাপমাত্রা কমতে শুরু করবে। শুক্রবার থেকে বিভিন্নস্থানে বৃষ্টি হতে পারে।

টানা ১৫ দিন দেশের ওপর দিয়ে বয়ে চলেছে তীব্র তাপপ্রবাহ। সোমবার রাজধানীতে তাপমাত্রা ছিল ৩৮ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ ছিল ঈশ্বরদীতে ৪৩ ডিগ্রি সেলসিয়াস, যা গত ৯ বছরের মধ্যে সর্বোচ্চ।

এবার আবহাওয়ার ধরন ছিল ভিন্ন। তাই সারা দেশেই তীব্র ও মাঝারি দাবদাহ বয়ে যাচ্ছে। তীব্র দাবদাহে প্রাণহানিরও খবর পাওয়া গেছে।

আবহাওয়াবিদ বজলুর বজলুর রশিদ জানিয়েছেন, শুক্র অথবা শনিবার থেকে থেকে দেশের বিভিন্ন অঞ্চলে হালকা বৃষ্টি হতে পারে। তবে গতকালের মতো আজও সিলেটে অল্প বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

টানা তাপপ্রবাহে কোথাও মেঘ বা বৃষ্টির দেখা মিলছে না। অবশেষে গতকাল সিলেটে বহুল প্রতীক্ষিত বৃষ্টির কথা জানায় আবহাওয়া অধিদফতর। তাদের পূর্বাভাস মতে, বৃষ্টির শুরু হলে এর প্রভাবে কিছুটা হলেও টানা দাবদাহ কমতে পারে।

তবে ২৩ এপ্রিল থেকে সারাদেশে হালকা থেকে মাঝারি বৃষ্টিসহ হাওড় অঞ্চলে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

গত ৩০ বছরে দেশের তাপমাত্রা বেড়েছে এক দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস। রাতের তাপমাত্রা দ্রুত কমে যাচ্ছে এতে সকালের দিকে বিভিন্ন অঞ্চলে কুয়াশার মত অবস্থার সৃষ্টি হচ্ছে।

জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশের আবহাওয়ার এমন বিরূপ প্রভাব পড়ছে বলেও জানায় আবহাওয়া অফিস।

error: Content is protected !!