হোম » অন্যান্য বিভাগ » অরাজক পরিস্থিতির জন্য কিছু মহল পরিকল্পনা করছে: প্রধানমন্ত্রী

অরাজক পরিস্থিতির জন্য কিছু মহল পরিকল্পনা করছে: প্রধানমন্ত্রী

আওয়াজ অনলাইন: বর্তমান সরকার জনগণের সরকার। মুক্তিযুদ্ধের পক্ষের সরকার। উন্নয়নের সরকার। এই সরকারের আমলেই দেশ উন্নতির ধাপে এগিয়েছে তাই কিছু গোষ্ঠীর সহ্য হয় না। তারা আবার দেশে অরাজক পরিস্থিতি তৈরি করতে চায়। তাই নির্বাচনকে সামনে রেখে তারা বিভিন্ন পরিকল্পনা করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বাচনকে সামনে রেখে দেশি ও আন্তর্জাতিক নানা চক্রান্ত হবে, সেটি মাথায় রেখেই কাজ করতে হবে। দেশের অগ্রযাত্রা যেনো অব্যাহত থাকে তা নিশ্চিত করতে হবে। একটা দেশ দ্রুত উন্নতি করুক সেটা কেউই চায় না। সেজন্য তারা বাংলাদেশের বিরুদ্ধে কাজ করেই যাচ্ছে।

বুধবার গণভবনে বিভিন্ন জেলার আওয়ামী লীগের নেতারা দেখা করতে গেলে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকা মানেই মানুষের ভাগ্যের পরিবর্তন হওয়া।

জাতির পিতার আদর্শ মেনে তিনি কাজ করে যাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষই আমার পরিবার। তাদের জন্যই কাজ করি।

তিনি বলেন, বিএনপি, জাতীয় পার্টির মত দল মাটি মানুষের ভিতর থেকে উঠে আসা কোন দল নয় প্রতিদিন মাইক লাগিয়ে তারা মিথ্যা কথা বলে যাচ্ছে। তারা কোন উন্নতিই দেখে না।

প্রধানমন্ত্রী বলেন, দেশে কোন মানুষ অতিদরিদ্র থাকবে না। সরকার ভূমিহীন, গৃহহীনদের ঘর করে দিচ্ছে।

Loading

error: Content is protected !!