হোম » অন্যান্য বিভাগ » বিপিএলের দুইটা ম্যাচ আজ শুরু হবে ঢাকায়

বিপিএলের দুইটা ম্যাচ আজ শুরু হবে ঢাকায়

আওয়াজ অনলাইন: ক্রিকেট বাণিজ্যের দেশ ভারত। ভারতই প্রথম ক্রিকেটকে বাণিজ্যিকভাবে বিশ্বে উপস্থাপন করে। আইপিএলের মাধ্যমে ক্রিকেট বাণিজ্যের পথ তৈরি হলেও তা আর শুধু ভারতেই থাকে নি। এখন বিশ্বের প্রায় ক্রিকেট খেলুড়ে দেশে লীগ চলছে। বাংলাদেশেও লীগ হচ্ছে। বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল)। বেশ টান টান উত্তেজনার মধ্যদিয়ে বিপিএলের এবারের আসর হচ্ছে। 

ঢাকায় বিপিএলের খেলা হয়েছে তারপরেই খেলা হয়েছে চট্টগ্রামে। আজকে আবার ঢাকায় আসছে বিপিএল টিম।

আজ সোমবার দিনের প্রথম ম্যাচে দুপুর দেড়টায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হচ্ছে রংপুর রাইডার্স। সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা ডমিনেটর্সের বিপক্ষে মাঠে নামবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

৫ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে ৫ নম্বরে আছে রংপুর। এক ম্যাচ বেশি খেললেও সমান পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে থাকায় পরের অবস্থানে রয়েছে চট্টগ্রাম। এই ম্যাচে দুই দলের সামনেই রয়েছে শীর্ষ চারে ওঠার সুযোগ।

এবারের বিপিএল আসরে আজকের পরিসংখ্যানে দেখা গেছে, মাশরাফির সিলেট স্ট্রাইকার্স এক নম্বরে।

পয়েন্ট সমান হলেও রান রেটে পিছিয়ে থাকায় সাকিব আল হাসানের ফরচুন বরিশাল দুই নম্বরে। তৃতীয় স্থানটি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের।

Loading

error: Content is protected !!