হোম » অন্যান্য বিভাগ » বিশ্ব কুষ্ঠ দিবস উপলক্ষে জয়পুরহাটে র‍্যালী ও আলোচনা সভা 

বিশ্ব কুষ্ঠ দিবস উপলক্ষে জয়পুরহাটে র‍্যালী ও আলোচনা সভা 

জয়পুরহাট প্রতিনিধিঃ আত্নমর্যাদার পরিবেশ,কুষ্ঠ- কলঙ্কের হবে শেষ এ প্রতিপাদ্য নিয়ে জয়পুরহাটে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত হয়েছে। রবিবার বেলা ১১ টায় সিভিল সার্জন অফিসের সামনে থেকে একটি র‍্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে সিভিল সার্জন অফিসের আয়োজনে ও দি লেপ্রোসি মিশন ইন্টান্যাশনাল বাংলাদেশ এর  সহযোগিতায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সিভিল সার্জন ডাঃ মোঃ আকুল উদ্দিন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন  সিভিল সার্জন কার্যালয়ের (এমওসিএস) ডা: জোবায়ের আল ফয়সাল, মেডিকেল অফিসার ডাঃ রুনানা আফরিন, (ডিএসএমও) ডাঃ বিজন সরকার, দি লেপ্রোসি মিশন এর টেকনিক্যাল সাপোর্ট  অফিসার সলোমন মারান্ডী প্রমুখ।
সভাপতির বক্তব্যে সিভিল সার্জন বলেন, কুষ্ঠ মুক্ত বাংলাদেশ গড়তে হলে মানুষের মাঝে ব্যাপক সচেতনতা তৈরি করতে হবে। এ রোগ চিকিৎসার মাধ্যমে নির্মূল করা সম্ভব। এ কুষ্ঠ দিবস উপলক্ষে জেলা-উপজেলা পর্যায়ে মাইকিং লিফলেট বিতরণসহ বিভিন্ন স্টলের মাধ্যমে সচেতনতা মুলক কর্মসুচী পালন করা হচ্ছে।
error: Content is protected !!