হোম » জাতীয় » আজ আরো ৫০ লাখ টিকা দেশে আসছে চীন থেকে

আজ আরো ৫০ লাখ টিকা দেশে আসছে চীন থেকে

আওয়াজ অনলাইনঃ আরো ৫০ লাখ টিকা দেশে আসছে আজ চীন থেকে কেনা সিনোফার্মের । টিকা বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি এরই মধ্যে চীনের তিয়ানজিয়ান বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা হয়েছে। শনিবার (১৮ সেপ্টেম্বর) সকালে টিকা বহনকারী ফ্লাইটটি ঢাকায় পৌঁছাবে।

এর আগে বাংলাদেশকে দুই দফায় ১১ লাখ টিকা উপহার দিয়েছে চীন। প্রথম দফায় দিয়েছে পাঁচ লাখ ডোজ এবং দ্বিতীয় দফায় দিয়েছে ছয় লাখ ডোজ। পরে গত ৩ জুলাই বাণিজ্যিকভাবে কেনা ২০ লাখ টিকার প্রথম চালান দেশে আসে। আর ১৭ জুলাই দ্বিতীয় দফায় আরো ২০ লাখ টিকা এসেছে। এরপর ৩০ জুলাই আসে আরও ৩০ লাখ টিকা।

এদিকে, গত ১০ আগস্ট প্রথমবারের মতো কোভ্যাক্সের আওতায় চীন থেকে ১৭ লাখ টিকা আসে। আর দ্বিতীয় দফায় ১১ আগস্ট আরও ১৭ লাখ ৭০টি টিকা ঢাকায় আসে।

সর্বশেষ গত ১০ সেপ্টেম্বর ঢাকায় আসে সিনোফার্মের ৫৪ লাখ ডোজ টিকা। সব মিলিয়ে চীন থেকে সিনোফার্মের দুই কোটি ৩৫ লাখ ৬১ হাজার ৮০১ ডোজ টিকা দেশে এসেছে।

/এম আর

error: Content is protected !!