তুহিন নিজাম: থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন আর নেই। ০৯ জুলাই, বৃহস্পতিবার ব্যাংককের স্থানীয় সময় রাত ১২টা ২৬ মিনিটে মারা যান তিনি।
গত সোমবার থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনকে।
জ্বর, অ্যালার্জিসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে অসুস্থ অবস্থায় গত ২ জুন সাহারা খাতুন ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। এখানে তার অবস্থার অবনতি হলে গত ১৯ জুন সকালে তাকে আইসিইউতে নেয়া হয়। এরপর অবস্থার উন্নতি হলে তাকে গত ২২ জুন দুপুরে আইসিইউ থেকে এইচডিইউতে (হাই ডিপেন্ডেন্সি ইউনিট) স্থানান্তর করা হয়।
পরে ২৬ জুন সকালে শারীরিক অবস্থার অবনতি হলে আবারও তাকে আইসিইউতে নেয়া হয়।
আরও পড়ুন
সালমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক
গণতন্ত্র-ভোটাধিকার আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেছে, বিএনপি না : প্রধানমন্ত্রী
বিধ্বংসী রূপে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’!