আওয়াজ অনলাইনঃ প্রবীণ আওয়ামী লীগ নেত্রী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের মৃত্যুতে বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী এবং মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান এমপি গভীর শোক প্রকাশ করে বলেছেন, সাহারা খাতুন ছিলেন একজন নিবেদিতপ্রাণ দেশপ্রেমিক রাজনীতিবিদ।
বিকল্পধারার এই দুই শীর্ষ নেতা এক যৌথ শোক বাণীতে বলেন, সাহারা খাতুন একজন নিষ্ঠাবান, সাহসী এবং নিবেদিতপ্রাণ দেশপ্রেমিক রাজনীতিবিদ ছিলেন। দলীয় কর্মীদের তিনি খুব কাছের মানুষ ছিলেন ।
নেতারা শোকবাণীতে সাহারা খাতুনের রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
আরও পড়ুন
কিশোরগঞ্জে রমজানজুড়ে ১০ টাকা লিটারে দুধ বিক্রি করছে জে সি অ্যাগ্রো ফার্ম
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানামুখী উন্নয়নের লিফলেট বিতরণ করছেন তজুমদ্দিন উপজেলা ছাত্রলীগ।
টাংগাইল নাগরপুরে মহাসড়ক বাইপাসের দাবীতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি