হোম » প্রধান সংবাদ » সাহারা খাতুন নিবেদিতপ্রাণ রাজনীতিবিদ ছিলেন-বি. চৌধুরী

সাহারা খাতুন নিবেদিতপ্রাণ রাজনীতিবিদ ছিলেন-বি. চৌধুরী

আওয়াজ অনলাইনঃ প্রবীণ আওয়ামী লীগ নেত্রী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের মৃত্যুতে বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী এবং মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান এমপি গভীর শোক প্রকাশ করে বলেছেন, সাহারা খাতুন ছিলেন একজন নিবেদিতপ্রাণ দেশপ্রেমিক রাজনীতিবিদ।

বিকল্পধারার এই দুই শীর্ষ নেতা এক যৌথ শোক বাণীতে বলেন, সাহারা খাতুন একজন নিষ্ঠাবান, সাহসী এবং নিবেদিতপ্রাণ দেশপ্রেমিক রাজনীতিবিদ ছিলেন। দলীয় কর্মীদের তিনি খুব কাছের মানুষ ছিলেন ।

নেতারা শোকবাণীতে সাহারা খাতুনের রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

Loading

error: Content is protected !!