হোম » অপরাধ-দুর্নীতি » জীবননগর থানা পুলিশের চোরাচালান বিরোধী অভিযান: অর্ধকোটি টাকার স্বর্ণসহ দুই পাচারকারী আটক

জীবননগর থানা পুলিশের চোরাচালান বিরোধী অভিযান: অর্ধকোটি টাকার স্বর্ণসহ দুই পাচারকারী আটক

মো: তারিকুর রহমান: চুয়াডাঙ্গা জীবননগর থানা পুলিশের চোরাচালান বিরোধী অভিযানে সোমবার (২০ মার্চ) রাতে ৫শ আশি গ্রাম স্বর্ণসহ চোরা কারবারী জিয়া ও কামাল হোসেন নামের দুইজনকে গ্রেফতার করেন পুলিশ।

পুলিশ সুত্র থেকে জানা যায়, জীবননগর থানার অফিসার্জ ওসি আব্দুল খালেকের নেতৃত্বে এসআই নাহিরুল ইসলাম ,এসআই রায়হান গোপর সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে সোমবার রাত সাড়ে ১০ টার দিকে চেংখালী- মাঝদিয়া সড়কের ইসলামপুর এলাকার সুরুজ সরকারের বাড়ির সামনে পাকা রাস্তার চেকপোষ্ট বসিয়ে সীমান্ত ইউনিয়নে নতুন পাড়া গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে জিয়া(৪০) ও মৃত সোহরাব মন্ডলের ছেলে কামাল হোসেন(৪০)কে আটক করে জিয়ার দেহ তল্লাশী করে ৫শ আশি গ্রাম ওজনের স্বর্ণের দুইটি টুকরা উদ্ধার করে। চোরাকারবারী জিয়া ও কামালকে গ্রেফতার করেন পুলিশ।

স্বর্ণ চোরাচালান গ্রেফতারের সংবাদ পেয়ে এএসপি সার্কেল মুন্না বিশ্বাস ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

error: Content is protected !!