হোম » সাহিত্য » রায়গঞ্জে সরিষা ঘরে তুলতে ব্যস্ত কৃষকেরা

রায়গঞ্জে সরিষা ঘরে তুলতে ব্যস্ত কৃষকেরা

রায়গঞ্জে মনের সুখে সরিষা ঘরে তুলতে ব্যস্ত কৃষকেরা

মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জে সরিষা ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন উপজেলার বিভিন্ন এলাকার কৃষকেরা। উপজেলা কৃষিকর্মকর্তাদের পরামর্শক্রমে ও সঠিক পরিচর্যায় এবার রায়গঞ্জে সরিষার বাম্পার ফলনের আশাবাদি কৃষক। অল্প সময়ে সরিষার ভালো ফলনের পাশাপাশি বেশি দাম পাওয়ায় ভিশন খুশি সরিষা চাষিরা। উপজেলার সরিষা চাষিদের সাথে কথা বলে জানা যায়, অন্য যে কোন আবাদের চেয়ে সরিষা চাষে খরচ ও পরিশ্রম দুটোই কম লাগে। তিন মাসেরও কম সময়ের মধ্যেই সরিষার ফলন পাওয়া যায়। এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও বেশ ভালো হয়েছে। উপজেলার ৮ নং পাঙ্গাসী ইউনিয়নের মিরের দেউলমূড়া গ্রামের মোঃ জিহাদ হোসেন বলেন, কলেজে পড়াশুনা করা অবস্থায় বাবার কাজে সহযোগিতার পাশাপাশি অল্প শ্রম আর স্বল্প খরচেই সরিষার চাষ করা যায়। এখন স্কুল কলেজ বন্ধ তাই বাবার কাজে সহযোগিতা করছি। এতে লজ্জার কিছু নেই। এদিকে উপজেলার নিজামগাতী গ্রামের আরেক কৃষক বলেন, এবার আমি বেশ কিছু জমিতেই সরিষার চাষ করেছি। ফলনও বেশ ভালো হয়েছে। বিধায় আমার মতো মনের সুখেই সরিষা ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন উপজেলার কৃষকেরা।

Loading

error: Content is protected !!