হোম » প্রধান সংবাদ » অসাম্প্রদায়িক চেতনা বাঁচিয়ে রাখতে নৌকায় ভোট চাইলেন কাজী সিরাজ

অসাম্প্রদায়িক চেতনা বাঁচিয়ে রাখতে নৌকায় ভোট চাইলেন কাজী সিরাজ

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ অসাম্প্রদায়িক চেতনা বাঁচিয়ে রাখতে নৌকায় ভোট চাইলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী সিরাজুল ইসলাম।
রোববার রাতে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা কেন্দ্রীয় হরি মন্দিরে শারদীয় দুর্গাপূজা পরিদর্শনে গিয়ে এক বক্তব্যের মাধ্যমে এ ভোট আহ্বান করেন তিনি।
এসময় কাজী সিরাজুল ইসলাম সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্য করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় সকল সম্প্রদায়ের পাশে থাকেন। সবাইকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ দেশ গঠনে শেখ হাসিনার বিকল্প নেই। তাই অসাম্প্রদায়িক চেতনাকে বাঁচিয়ে রাখতে আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি।
এরআগে উপজেলা কেন্দ্রীয় হরি মন্দিরে পূজামণ্ডপ পরিদর্শন করতে আসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রজত বিশ্বাস।
কাজী সিরাজুল ইসলামের সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন, বোয়ালমারী উপজেলা কৃষকলীগের সভাপতি আকরামুজ্জামান মৃধা রুকু, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক হাসমত হোসেন তালুকদার তপন ও তরুণ শিল্পপতি কাজী শহিদুল ইসলাম সজল প্রমুখ।
এছাড়াও আলহাজ্ব কাজী সিরাজুল ইসলাম আলফাডাঙ্গা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। সেইসাথে নিজস্ব তহবিল থেকে আর্থিক অনুদান প্রদান করেন।
error: Content is protected !!