হোম » প্রধান সংবাদ » উল্লাপাড়ায় আওয়াজ মানব উন্নয়ন সংস্থার উদ্যোগে ফ্রি চিকিৎসা সেবা প্রদান

উল্লাপাড়ায় আওয়াজ মানব উন্নয়ন সংস্থার উদ্যোগে ফ্রি চিকিৎসা সেবা প্রদান

রায়হান আলী : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আওয়াজ মানব উন্নয়ন সংস্থার উদ্যোগে গরীব অসহায় মানুষের মাঝে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে।

আওয়াজ মানব উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার প্রকাশক সম্পাদক আইনুল হকের প্রয়াত পিতামাতার স্মরণে শনিবার সকাল ৯ টা থেকে সারাদিন ব্যাপী আওয়াজ মানব উন্নয়ন সংস্থার উদ্যোগে এ আয়োজন করা হয়।

চিকিৎসা সেবা, ওষুধ বিতরণ শেষে গরীব অসহায় মানুষের মাঝে খাবারের ব্যবস্থা করা হয়।

অনুষ্ঠানে আইনুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার অমৃত সূত্রধর।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়াজ মানব উন্নয়ন সংস্থার উপদেষ্টা সাজু হোসেন, দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার বার্তা সম্পাদক আলামিন সেলিম, বিজ্ঞাপন ম্যানেজার হিরন প্রধান, আওয়াজ মানব উন্নয়ন সংস্থার পরিচালক রাকিবুল ইসলাম সুমন, রোমানা খাতুন, মোঃ হান্নান শেখ, মোঃ তমাল, আরিফুল হক সুমন, বাচ্চু, সাংবাদিক সবুজ, কন্ঠশিল্পী আলমগীর হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

আওয়াজ মানব উন্নয়ন সংস্থার চিকিৎসক প্রতিনিধির মধ্যে ছিলেন ডা. এরশাদুল ইসলাম, ডা. শ্রাবনী (ল্যাভন হসপিটাল), ডা. রোমানা (মেডিকেল অফিসার শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল কলেজ হসপিটাল), ডা. তাহমিদ (ঢাকা স্পেসালাইজড হসপিটাল), ডা. রাজিয়া সুলতানা (সিনসিন জাপান হসপিটাল)।

এছাড়াও চিকিসৎক প্রতিনিধি দলের মধ্যে সিনিয়র স্টাফ নার্স উক্ত অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেছেন। তারা হলেন, নিপা (সিনিয়র স্টাফ নার্স), শীউলি ( সিনিয়র স্টাফ নার্স) ,নাসরিন (সিনিয়র স্টাফ নার্স) ,রোকসানা (সিনিয়র স্টাফ নার্স)।

error: Content is protected !!