শিশির

শিশির
– অপরাজিতা
কতদিন ঠিক কতদিন মনে নেই
মুক্ত হাওয়ায় দাঁড়িয়ে আকাশ দেখিনা,
যতটুকু জানালা দিয়ে দেখি,
তাতো চোখও বুঝতে পারেনা,
আকাশের নীল আর মেঘ এক আছে কিনা।
কতদিন ঠিক কতদিন মনে নেই,
দুর্বাঘাসে পা দুটো রেখে,
শিশিরে ভিজিয়ে কতদিন হাঁটি না।
মন মাতানো সেই গানের সাথে
কতদিন বৃষ্টিতে ভিজে নৃত্য করিনা,
সত্যি সত্যিই মনে নেই।
শিমুলের রঙ দেখে,
বকুলের ঘ্রাণ নিতে কতদিন যাই না,
ঠিক মনে নেই।
ঠিক তেমনই কতদিন তাকে দেখিনি,
ঠিক মনে নেই, তবে শিশির ভেজা সকালে
গরম চায়ের চুমুকে তাকে দেখতে চাই,
কোথায় তুমি আর কত দূরে?

Loading

error: Content is protected !!