হোম » প্রধান সংবাদ » রায়গন্জে বর্ষা মৌসুমেও  বৃস্টি না হওয়ায় বিপাকে কৃষকেরা

রায়গন্জে বর্ষা মৌসুমেও  বৃস্টি না হওয়ায় বিপাকে কৃষকেরা

মোঃমোকাদ্দেস হোসাইন সোহান,রায়গন্জ,সিরাজগন্জঃ- সিরাজগন্জের রায়গন্জে রোপা আমন চারা লাগানোর বর্ষা মৌসুমেও কাংখিত বৃস্টি না হওয়ায় জমিতে পর্যাপ্ত পানি না থাকায় বিপাকে আছেন উপজেলার অধিকাংশ কৃষকেরা।এ সময় প্রাকৃতিক বর্ষার পানিতে রোপা আমন চাষ করার কথা থাকলেও টাকা দিয়ে পানি কিনে জমি চাষ করতে হচ্ছে অনেক কৃষকের।পানির অভাবে এভাবেই সামান্যতম পানি দিয়েই জমিতে রোপা আমন চাষ করতে

দেখা যায় উপজেলার দিয়ার বিলে।এদিকে ব্রাম্যনবাড়িয়া গ্রামের হাসমত সেখ বলেন,এখানে একটি বিআরডিবির গভীর নলকুপ ছিল,এটি চালু থাকলে পানির তেমন একটা সমস্যা হতো না।কে বা কারা রাতের আধারে সবকিছুই নিয়ে গেছে।পড়ে আছে শুধু নিচের পাইপ গুলো।অত্রান্চলের কৃষকদের কথা বিবেচনা করে গভীর নলকুপটি

পুনরায় চালু করার দরকার বলে আমি মনে করি।সময় মতো বৃস্টি না থাকার কারনে এই মূহরতে আমরা শ্যালো মেশিন দিয়ে পানি উওোলনের মাধ্যমে জমিতে পানি দিয়ে রোপা আমনের চারা লাগাচ্ছি।বৃস্টির অভাবে সেচ দিয়ে জমিতে রোপা আমন রোপণের লঙ্খমাত্রা অর্জিত না হওয়ার আশংকাও করছেন উপজেলার কৃষকেরা।

error: Content is protected !!