হোম » প্রধান সংবাদ » পোরশায় শোক দিবস পালন উপলক্ষে মাধ্যমিক শিক্ষক সমিতির সভা অনুষ্ঠিত হয়

পোরশায় শোক দিবস পালন উপলক্ষে মাধ্যমিক শিক্ষক সমিতির সভা অনুষ্ঠিত হয়

ইসমাইল হোসেন পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহাদাত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি পৌর শাখার উদ্যোগে এক সভার আয়োজন করা হয়। গতকাল বেলা ১১ টা পোরশা উপজেলার কাতিপুর কালিনগর উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে এ সভা অনুষ্ঠিত। এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করে

শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে  সভার কার্য শুরু করেন। মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক কার্তিকপুর কালিনগর উচ্চ বিদ্যালয় জনাব মোঃ একরামুল হক উপস্থিত সকল কার্যনির্বাহী কমিটির সদস্য ও প্রধান শিক্ষক গনের দৃষ্টি আকর্ষণ করে ড্রপডাউন ব্যানার ব্যবহার করে যথাযোগ্য সম্মান প্রদর্শন পূর্বক শোক দিবস পালনের অনুরোধ জানান। যার জন্ম না হলে হয়তোবা আজও বাংলাদেশ স্বাধীন হত না উল্লেখ করে এই মহান ব্যক্তি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে চেনা ও জানার চেষ্টা করার জন্য সভায় বলা হয়।

পরবর্তীতে কল্যাণ সমিতির প্রদেয় খেলাপি লোন আদায়ের বিভিন্ন মতামত গ্রহণ করা হয়  এবং সবাইকে কোভিড-১৯ এর ভ্যাকসিন গ্রহণ এবং ভ্যাকসিন গ্রহণে উৎসাহ প্রদান অনুরোধ জানিয়ে সভার কার্য সমাপ্ত করেন। উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির কার্যনির্বাহী এর সকল সদস্য ও উপজেলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ

error: Content is protected !!