হোম » প্রধান সংবাদ » আলফাডাঙ্গায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

আলফাডাঙ্গায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

আলফাডাঙ্গা প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনূর্ধ্ব-১৭) উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।  সোমবার (৩১ মে) বিকেল ৩টায় উপজেলা প্রশাসনের আয়োজনে আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গণে এ খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় আলফাডাঙ্গা পৌরসভা ফুটবল একাদশ বনাম বুড়াইচ ইউনিয়ন ফুটবল একাদশ অংশ নেয়। ৯০ মিনিটের নির্ধারিত সময়সীমা শেষ হলে ৫-০ গোলে এগিয়ে থেকে আলফাডাঙ্গা পৌরসভা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়। খেলোয়ারদের নৈপূণ্যময় ফুটবল খেলা প্রদর্শনে মুগ্ধ হন শত শত ক্রীড়ামোদী দর্শক।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহি, আলফাডাঙ্গা পৌরসভার মেয়র সাইফুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আওয়াল আকন, আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের অফিসার ইনচার্জ মো. মনিরুল হক সিকদার, সদর ইউপি চেয়ারম্যান এ কে এম আহাদুল হাসান, বুড়াইচ ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এনায়েত হোসেন, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক হাসমত হোসেন তালুকদার তপন, যুগ্ম আহবায়ক মো. কামরুল ইসলাম প্রমুখ।
সমগ্র খেলাটি পরিচালনা করেন, আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক আসলাম হোসেন এবং ধারা বর্ণনায় ছিলেন, আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মাহিদুল হক। সবশেষে অতিথিগণ চ্যাম্পিয়ন দল ও রানারআপ দলের মাঝে পুরষ্কার বিতরণ করেন।

Loading

error: Content is protected !!