হোম » প্রধান সংবাদ » ভৈরবে ঋণের দায়ে এক বৃদ্ধের আত্মহত্যা 

ভৈরবে ঋণের দায়ে এক বৃদ্ধের আত্মহত্যা 

এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ  কিশোরগঞ্জের ভৈরবে ঋণের দায়ে হতাশা গ্রস্থ হয়ে আব্দুল হেলিম (৭০) নামে এক বৃদ্ধের আত্মহত্যা করেছে ঘটনা ঘটেছে। আজ ৩১ মে মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ৬ ঘটিকার সময় ঘটনাটি ঘটেছে বলে জানা যায়। নিহত আব্দুল হেলিম মিয়া পৌর এলাকার চন্ডিবের মধ্যে পাড়া গ্রামের মৃত হেলিম মিয়ার ছেলে বলে জানা যায়। তিনি একজন ওয়ার্কসপ ব্যবসায়ী বলে জানা যায়। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায় যে,  বিকালে জামাতের সাথে আছরের নামাজ আদায় করে বাসায় ফিরে যায় তিনি। পরে বাসায় গিয়ে নিজ কক্ষে প্রবেশ করে দরজা বন্ধ করে ফেলে। কিছুক্ষণ পর নিহতের নাতি মাহিয়া দরজায় ধাক্কাধাক্কি করলেও কোন সাড়া না পেয়ে জ্বানালা দিয়ে গিয়ে দেখতে পায় যে তার নানা সিলিং ফ্যানে ফাসিতে ঝুলে আছে।
পুলিশ জানায়, খবর পেয়ে সিলিং ফ্যানের সাথে রশিতে ঝুলন্ত নিহত হেলিম মিয়ার মরদেহ উদ্ধার করা হয়। ব্যবসায় মন্দা বা ঋণের দায়ে হতাশা ও মানসিক ভাবে বিকার গ্রস্থ হয়ে ঘটনাটি ঘটিয়েছে বলে প্রাথমিক ভাবে জানা যায়। এবিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন বলেন খরব পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়।  ঘটনার স্থল আমি নিজে পরিদর্শন করি। ঋণের দায়ে হতাশা গ্রস্থ ও মানসিক ভাবে বিপর্যস্থ হয়ে আত্মহত্যার ঘটনাটি ঘটিয়েছে বলে প্রাথমিক ভাবে জানা যায়। এবিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

Loading

error: Content is protected !!