হোম » প্রধান সংবাদ » দাগনভূঞায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চার পরিবার

দাগনভূঞায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চার পরিবার

মোঃআবদুল মুনাফ পিন্টু,দাগনভূঞা প্রতিনিধি: ফেনীর দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নে অগ্নিকাণ্ডে চারটি পরিবারের  স্বর্ণগহনা, আসবাবপত্রসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয় লোকদের সহযোগিতায় এ আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩০ লাখ টাকা বলে জানান ভুক্তভোগী পরিবারের সদস্যরা।  সোমবার (৩১ মে) সকাল সাড়ে ৯টার দিকে জায়লস্কর ইউনিয়নের পূর্ব ধর্মপুর গ্রামে দুলামিয়া সওদাগর বাড়িতে এ ঘটনা ঘটে।
বাড়ির মালিকরা জানান, সকাল সাড়ে ৯টার দিকে তারা মাঝখানের একটি রুমে আগুন দেখতে পান। পাশের রান্নাঘরে পাটকাঠি ও খড়ি থাকায় আগুন ভয়াবহ হয়ে ওঠে। তারা কিছু বুঝে ওঠার আগেই পাশের রুমগুলোতে আগুন লেগে যায়। মুহূর্তেই আগুনের পুড়ে যায় স্বর্ণগহনা, আসবাবপত্র, ফ্রিজ, জামা কাপড়, জমানো নগদ চার ভাইয়ের ৫ লক্ষ টাকা, ধান-চালসহ চারটি কক্ষের প্রায় সবকিছু। বিদ্যৎতের সর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারনা করেন তারা।
ভুক্তভোগী চার পরিবারের আপন ভাই ও  ঘরের মালিক বাহার মিয়া, জামাল উদ্দিন, কামাল উদ্দিন ও আলা উদ্দিন। তাদের মধ্যে বাহার মিয়া পাহারাদার, জামাল উদ্দিন সিএনজি চালক, কামাল উদ্দিন প্রবাসী ও আলা উদ্দিন পেশায় দিনমজুর। প্রতিবেশীরা বলেন, ‘আগুন লাগার পর আমরা এসে নেভানোর চেষ্টা করি। আগুন বেশি থাকায় কাছে যেতে পারিনি। ফায়ার সার্ভিস দেরিতে পৌঁছানোয় ক্ষয়ক্ষতি কমানো সম্ভব হয়নি। স্থানীয়দের সহযোগীতায় দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে বলেও জানান তারা।
দাগনভূঞা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাহিদা আক্তার তানিয়া সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে যাই এবং  ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে শুকনো খাবার দিয়ে আসি। তিনি আরও জানান, পরবর্তী সময়েও তাদের সহযোগিতা করা হবে। এসময় সেখানে উপস্থিত হন ৮নং জায়লস্কর ইউনিয়ন চেয়ারম্যান মামুনুর রশিদ মিলন।
error: Content is protected !!