হোম » প্রধান সংবাদ » বগুড়ার শেরপুরে অতিরিক্ত পুলিশ সুপারের বিদায় সংবর্ধনা

বগুড়ার শেরপুরে অতিরিক্ত পুলিশ সুপারের বিদায় সংবর্ধনা

এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ   ‘ধাবমান কালের যাত্রায় কর্মময় জীবন হোক দীপ্তিময়’ এই প্রত্যয় বুকে নিয়ে বগুড়ার শেরপুর সার্কেল (শেরপুর-ধুনট) এর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ গাজিউর রহমানকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। ৩০-শে মে (রোববার) রাতে শেরপুর থানা চত্বরে তাকে এই বিদায় সংবর্ধনা দেয়া হয়। এসময় বক্তব্য রাখেন বিদায়ী অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান, শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ প্রমুখ।
অনুষ্ঠানে শেরপুর থানার কর্মরত সকল পুলিশ সদস্যের পক্ষ থেকে বিদায়ী অতিথিকে ফুল, ক্রেষ্ট ও উপহার প্রদান করা হয়। এসময় তার পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। উল্লেখ্য, অতিরিক্ত পুলিশ সুপার মো. গাজিউর রহমান সম্প্রতি নওঁগা জেলা পুলিশে বদলী হয়েছেন। তিনি ২০১৮ সালে শেরপুরে যোগদানের পর থেকে অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।

Loading

error: Content is protected !!