হোম » প্রধান সংবাদ » টাকার অভাবে স্বপ্ন ফিকে আঁখি নূরের।

টাকার অভাবে স্বপ্ন ফিকে আঁখি নূরের।

মোহাম্মদ আবির আখাউড়া প্রতিনিধি: দরিদ্র পরিবারের সন্তান আখিঁনূর। ছোটবেলা থেকেই অভাবের সাথে যুদ্ধ করে পড়াশুনা চালিয়ে এসেছে। টিউশনি করে এই পর্যায়ে আসতে সক্ষম হয়েছে আখিঁনূর। বাবা মৃত্যুবরণ করেছে অনেক আগেই।দুটি শারীরিক প্রতিবন্ধী বোন রয়েছে তার। সে বিবাহিত তার স্বামী ঋণগ্রস্থ আর্থিক অভাব অনটনের কারণে তার পরিবার এখন দিশেহারা তারপরেও থেমে থাকতে চাই না সে।আখিঁনূর উপজেলার ঝিকুটিয়া গ্রামের মৃত মজিবুর রহমান মুন্সির মেয়ে। সে কৃষি ইনষ্টিটিউট হোমনা কুমিল্লা
থেকে ২০১৬-১৭ সেশনেই ছাত্রী।কারিগরি বোর্ডের অধিনে ডিপ্লোমা ইন এগ্রিকালচারে গত(২৭মে)এবারের রেজাল্টে সারা বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ রেজাল্ট CGPS 4.00 পেয়ে উত্তীর্ণ হয়েছে।  আঁখিনুর জানান আমার প্রতিবন্ধী দুই বোন দেখাশোনা করতে হচ্ছে, আমার ও সন্তান রয়েছে টিউশনি করে সবকিছু কোন রকম চালিয়ে এসেছি কিন্তু এমতাবস্থায় আমার পড়াশোনার খরচ চালানো সম্ভব নয়। যদি কোনো সরকারি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ হতো হয়তো কারো কাছে হাত পাততে হতো না।আমি কৃষি ইনষ্টিটিউট হোমনা কুমিল্লা থেকে ২০১৬-১৭ সেশনের ছাত্রী।কারিগরি বোর্ডের অধিনে ডিপ্লোমা ইন এগ্রিকালচারে গত(২৭মে)এবারের রেজাল্টে সারা বাংলাদেশের
মধ্যে সর্বোচ্চ রেজাল্ট CGPS 4.00 পেয়েছি।আমাকে এখান পর্যন্ত আসতে অনেক সংগ্রাম করতে হয়েছে। দৈনিক ছয় থেকে আটটি টিউশনি করেছি।আমি সবসময় দৈর্য সহকারে চেষ্টা করতাম চাপে থাকতাম যে আমাকে CGPS 4.00 পেতে হবে।আমার উচ্চতর পড়াশুনার যথেষ্ট আগ্রহ আছে।এখন আমার যে অবস্থা আমার পক্ষে উচ্চতর পড়া শুনা করা সম্ভব নয়।এ অবস্থায় আমি গুণীজন,যারা সমাজে ভাল অবস্থানে আছেন, এলাকার সংসদ সদস্য আইনমন্ত্রী আনিসুল হক,প্রধান মন্ত্রী শেখ হাসিনার সদয় সহযোগীতা কামনা
করছি যাতে করে আমি লেখাপড়াটা চালিয়ে যেতে পারি।আখিঁনূরের মোবাইল নং ০১৭০১০৬৭৭৩৬। তার সহপাঠি ক্লাসমেট লতিফুর রহমান বলেন,দীর্ঘদিন সে আমাদের সাথে লেখাপড়া করেছে।প্রচুর পরিশ্রম করেছে তারই ফল সরুপ সে বাংলাদেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে।যদি সে আর্থিক সহযোগিতা ও লেখা পড়ার প্রতিকুল পরিবেশ পাই তাহলে সে ভাল অবস্থানে চলে আসবে। তার মা রেনুয়ারা বেগম বলেন,আমার মেয়েটা অনেক কষ্টকরে লেখাপড়া করছে।সে আরো উপরের লেভেলে পড়তে চাই।তিনি তার মেয়ের লেখাপড়ার খরচের জন্য সমাজের বিত্তবান ও এলাকার স্থানীয় সাংসদ আইমন্ত্রী আনিসুল হকের সহযোগীতা কামনা করেছেন।
আখাউড়া উপজেলা নির্বহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ-আলম জানান,আমরা যতদুর জানতে পারলাম আখিঁনূর একজন মেধাবী ছাত্রী।পারিবারিক অভাব অনটনের মাঝে সে এতটুকু এসেছে।তার দুটি বোন যদি প্রতিবন্ধি হয়ে থাকে তাদের প্রতিবন্ধি ভাতা যথাযত ভাবে দেওয়ার চেষ্টা করব।যেহেতু সে ডিপ্লোমা করেছে সে যদি চায় উপজেলার মহিলা বিষয়ক এবং যুব উন্নয়নের মাধ্যমে তাকে প্রশিক্ষণের ব্যবস্থা করে সে যেন আত্নকর্মসংস্থানের একটি সুযোগ সৃষ্টি করে পারে সে বিষয়ে তাকে সহযোগিতা করা যেতে পারে।

Loading

error: Content is protected !!