হোম » প্রধান সংবাদ » ঠাকুরগাঁওয়ে পুকুর খনন কালে ১কেজি ৮০০ গ্রাম ওজনের পাথরের মূর্তি উদ্ধার

ঠাকুরগাঁওয়ে পুকুর খনন কালে ১কেজি ৮০০ গ্রাম ওজনের পাথরের মূর্তি উদ্ধার

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও পুকুর খনন কালে প্রাচীন আমলের হাত পা ছাড়া মস্তকবিহীন কালো রঙের ১ কেজি  ৮০০ গ্রাম ওজনের পাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে। শুক্রবার ,(৩০ এপ্রিল) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলা উপজেলা ১০নং জামালপুর ইউনিয়ন পশ্চিম পারপুগী, গ্রামে কয়েকজন শ্রমিক বাবুনগৌর পুকুর খনন কালে, ফরিনজ জালি র  ছেলে নারায়ন জালি, মূর্তিটি পায়। গত (৩০ এপ্রিল) দুপুরে মূর্তিটি পেলেও কাউকে না জানিয়ে নারায়ণ জালি ৪ দিন ধরে মূর্তিটি নিজের কাছে  রেখে দেয়। পরে অন্যান্য শ্রমিক এবং স্থানীয় এলাকাবাসীদের মধ্যে জানাজানি হয়ে গেলে। (০৩ মে) সোমবার রাতে ঠাকুরগাঁও থানা পুলিশ খবর পেয়ে নারায়ণ জালির বাড়ি থেকে মূর্তিটি উদ্ধার করে। পুলিশের উপ-পরিদর্শক হাসেম আলী বিষয়টি নিশ্চিত করেছেন। এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

Loading

error: Content is protected !!