হোম » প্রধান সংবাদ » জামালপুরে নিম্নমানের ড্রেনের কাজ করায়  ভেঙ্গে গুড়িয়ে দিল মেয়র ছানোয়ার হোসেন

জামালপুরে নিম্নমানের ড্রেনের কাজ করায়  ভেঙ্গে গুড়িয়ে দিল মেয়র ছানোয়ার হোসেন

রবিউল হাসান লায়ন,জামালপুর: জামালপুর পৌরসভার বেলটিয়া পুলিশ লাইন্স মোড় থেকে পুলিশ লাইন ব্রীজ পর্যন্ত ৯২০ মিটার আরসিসি ড্রেনের নিম্নমানের কাজ করায় জামালপুর পৌরসভার মেয়র ছানোয়ার হোসেন ছানুর নির্দেশনায় তা ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে পৌর কর্তৃপক্ষ। একই সাথে ড্রেনটি দরপত্রের শর্ত মোতাবেক করে দিতে ঠিকাদারকে নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে নিম্নমানের ড্রেনটি বেকু দিয়ে ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়।   জামালপুর পৌরসভার উপসহকারী প্রকৌশলী মোস্তফা কামাল সুমন
জানান, গত বছরের মাঝামাঝি ১ কোটি ৬৯ লাখ ৭০ হাজার টাকা ব্যয়ে ঠিকাদারী প্রতিষ্ঠান মামস কন্ট্রাকশন-শাং ইঞ্জিনিয়ারিং জেবি কে কাজ দেওয়া হয়। ঠিকাদারী প্রতিষ্ঠানের এস এম মোয়াজ্জেম হোসেন কাজটি নিম্নমানের করায় ও সিডিউল মোতাবেক না হওয়ায় তাকে পৌরসভা থেকে চিঠি দেওয়া হয়। কিন্তু তারপরও কাজটি সঠিকভাবে না করায় পৌরসভা কর্তৃপক্ষ মেয়রের নির্দেশে বেকু দিয়ে তা ভেঙ্গে গুড়িয়ে দেয়।  এ সময় জামালপুর পৌরসভার মেয়র ছানোয়ার হোসেন ছানু, প্যানেল মেয়র ফজলুল হক আকন্দ, কাউন্সিলর রাজিব সিংহ সাহাসহ অন্যান্য কাউন্সিলরবৃন্দ ও পৌরসভার প্রকৌশলী উপস্থিত ছিলেন।
error: Content is protected !!