হোম » প্রধান সংবাদ » বোরহানউদ্দিনে সড়ক দূর্ঘটনায় নারী এএসআই নিহত

বোরহানউদ্দিনে সড়ক দূর্ঘটনায় নারী এএসআই নিহত

বোরহানউদ্দিন প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিনে ট্রাক-মোটর সাইকেল  সংঘর্ষে বোরহানউদ্দিন থানায় কর্মরত পুলিশের নারী সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আকলিমা বেগম (৩৫) নিহত হয়েছেন ৷ রবিবার দুপুর ১টার দিকে উপজেলার কুঞ্জের হাট বাজারের তজুমদ্দিন মোড়ে এ দূর্ঘটনা ঘটে ৷ এতে ঘটনাস্থলেই নিহত হন আকলিমা বেগম ৷ এবং আহত হন তার সাথে থাকা জাকারিয়া নামে এক পুলিশ সদস্য। জানাযায়, নিহত আকলিমার স্বামী জসিম উদ্দিন ভোলার ভেলুমিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসএসআই। তার পৈত্রিক বাড়ি ঝালকাঠি জেলায় ৷ এবং শ্বশুরবাড়ি পটুয়াখালী জেলায় অবস্থিত ৷
পুলিশ ও প্রতক্ষদর্শীরা জানান, ওইদিন দুপুরে মোটরসাইকেল যোগে ফকির হাট এলাকা থেকে একটি ঘটনার তদন্তকরে থানায় ফেরার পথে কুঞ্জেরহাট বাজারে আসলে ভোলা থেকে চরফ্যাশন গামী বেপরোয়া গতিতে ছুটে আসা একটি ট্রাক (ঢাকা মেট্রো- ট – ১৬-৫৩৯০) পুলিশের মোটর সাইকেলটিকে সজোড়ে ধাক্কা দেয় ৷ এতে মোটরসাইকেল থেকে ছিটকে পরে ট্রাকের চাকার নিচে পৃষ্ট হয় আকলিমা বেগম ৷ এবং সাথে সাথেই ঘটনাস্থলে মৃত্যু হয় তার ৷ আহত হন পুলিশ সদস্য জাকারিয়া । পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেন । এবং ওই ট্রাকের চালক সহ ট্রাকটিকে আটক করে রাখেন স্থানীয়রা ৷
এ তথ্য নিশ্চিত করে বোরহানউদ্দিন থানার ওসি মাজহারুল আমিন জানান,  খবর শুনে আমরা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে আমাদের নারী সহকর্মী এএসআই আকলিমা বেগমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে প্রেরন করেছি । এবং ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করা হয়েছে। তিনি আরো জানান, এখনো পর্যন্ত কোন মামলা হয়নি ৷
error: Content is protected !!