হোম » প্রধান সংবাদ » সোনাইমুড়ীতে ব্যবসায়ীসহ ৩ জনকে পিটিয়ে ও কুপিয়ে জখম

সোনাইমুড়ীতে ব্যবসায়ীসহ ৩ জনকে পিটিয়ে ও কুপিয়ে জখম

মো: হানিফ, সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে পূর্ব শত্রুতার জের ধরে ব্যবসায়ীসহ ৩ জনকে
এলোপাতাড়ী পিটিয়ে ও কুপিয়ে মারাত্বক জখম করার খবর পাওয়া গেছে। উপজেলার বারাহীনগর গ্রামের মধু মেম্বার বাড়ীতে শুক্রবার দিবাগত রাত ১১ টার দিকে এ ঘটনা ঘটে। এ সংক্রান্ত বিষয়ে উপজেলার বারাহীনগর গ্রামের মৃত রহমত উল্যার পুত্র ব্যবসায়ী নুর হোসেন সোহাগ বাদী হয়ে সোনাইমুড়ী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। লিখিত অভিযোগে জানা যায়, উপজেলার বারাহীনগর গ্রামে মৃত রহমত উল্যার পুত্র ব্যবসায়ী নুর হোসেন সোহাগের সাথে একই গ্রামের আব্দুস সামাদের পুত্র সন্ত্রাসী ইকবালের বিভিন্ন বিয়ষাদি

নিয়া বিরোধ চলে আসছিল। শুক্রবার দিবাগত রাত ১১ টার দিকে ঐ ব্যবসায়ী স্থানীয় বজরা বাজার থেকে বাড়ী ফেরার পথে মধু মেম্বারের বাড়ীর সামনে এলে সন্ত্রাসী ইকবাল, কামরুল, ইলিয়াছ, বাবু, ও আলা উদ্দিন তার গতিরোধ করে মারধর শুরু করে। এ সময় তার ভাগিনা হৃদয় (৩০) ও তার বোন পারভিন আক্তার (৩৫) বাধা দিতে এলে সন্ত্রাসীরা এলোপাতাড়ী লাঠি ও ধারালো চুরি দিয়ে কুপিয়ে মারাত্বক জখম করে। পরে ব্যবসায়ী নুর হোসেন সোহাগের পকেট থেকে ৬৫ হাজার টাকা ও ১টি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। আহতদের মধ্যে হৃদয়কে নোয়াখালী সদর হাসপাতালে রক্তাক্ত অবস্থায় ভর্তি করা হয়েছে। সোনাইমুড়ী থানার ওসি গিয়াস উদ্দিন জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

error: Content is protected !!