হোম » প্রধান সংবাদ » হাতীবান্ধায় পুকুরে মিললো যুবকের লাশ

হাতীবান্ধায় পুকুরে মিললো যুবকের লাশ

মিজানুর রহমানঃ লালমনিরহাটের হাতীবান্ধায় পুকুর থেকে মিটুন হোসেন (২৬) নামে এক কাঠমিস্ত্রির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার উত্তর পারুলীয়া এলাকায় ওই মিস্ত্রির বাড়ির একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মিটুন হোসেন (২৬) উপজেলার উত্তর পারুলীয়া গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে। সে পেশায় একজন কাঠমিস্ত্রি ছিলেন। এদিকে মিটুন ছোট থেকেই মৃগীরোগে আক্রান্ত ছিলো। এই রোগের অনেক চিকিৎসার করেও সে সুস্থ্য হয়নি বলে জানান পরিবারের লোকজন।
জানা গেছে, ওই কাঠ মিস্ত্রির বাড়ি থেকে কিছুটা দূরেই তার শশুর বাড়ি। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় সেখানেই যান। তবে তিনি সেখান থেকে ফিরেন কিনা পরিবারের লোকজন কেউ জানেন না। পরে শুক্রবার সকালে বাড়ি পাশে একটি পুকুরে তার লাশ ভাসতে দেখে এবং পুলিশকে খবর দেয় পরিবারের লোকজন। পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যান। হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেছে। এছাড়া ময়নাতদন্তের জন্য মরদেহটি লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Loading

error: Content is protected !!