হোম » প্রধান সংবাদ » ভালুকায় বিনামূল্যে মাস্ক,হ্যান্ড স্যানিটাইজার,সাবান বিতরণ করেছেন ছাত্রলীগ নেতা মোমিন।

ভালুকায় বিনামূল্যে মাস্ক,হ্যান্ড স্যানিটাইজার,সাবান বিতরণ করেছেন ছাত্রলীগ নেতা মোমিন।

ময়মনসিংহের ভালুকা প্রতিনিধিঃ– মহামারী করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায়,সাধারণ মানুষের মাঝে ভালুকা উপজেলার ১০নং হবিরবাড়ী ইউনিয়নের ৪নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোমিন হোসেন মুরাদের উদ্যোগে ও অর্থয়ানে ও বিনামূল্যে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও সাবান বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।গতকাল বিকালে সুরক্ষা সামগ্রী বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন,ভালুকা উপজেলা পরিষদের চেয়ারম্যান,আবুল

কালাম আজাদ এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন,ভালুকা উপজেলা যুবলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা,রহিমা আফরোজ শেফালী।এসময় সাধারণ মানুষকে মাস্ক পড়িয়ে উৎসাহ  দিয়েছেন উপজেলা যুবলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা,রহিমা আফরোজ শেফালী।এ সময় অন্যদের মধ্যে হবিরবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান নয়ন সহ ১০নং হবিরবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মী সহ আকতার হোসাইন,সভাপতি ৪নং ওয়ার্ড কৃষকলীগ,৪নং ওয়ার্ড ছাত্রনেতা, শুভ,আতিক,রাকিব,সাজ্জাদ সহ আরো অনেকে উপস্থিত।

Loading

error: Content is protected !!