হোম » প্রধান সংবাদ » ঠাকুরগাঁও থেকে গাজিপুর জেলায় ৪০ জন শ্রমিক প্রেরন

ঠাকুরগাঁও থেকে গাজিপুর জেলায় ৪০ জন শ্রমিক প্রেরন

মোঃ ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের ৪০জন কৃষি শ্রমিককে ধান কাটার জন্য গাজীপুরে প্রেরন করা হয়। বুধবার জেলা কালেক্টরেট চত্বরে তাদের হাতে প্রত্যায়নপত্র তুলে বিদায় জানান জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন। তিনি জানান, গড়েয়া ইউনিয়নের ৪০ জন শ্রমিককে গাজীপুরের
উদ্যেশ্যে পাঠানো হয়। তারা গাজীপুর জেলার বিভিন্ন স্থানে ধান কাটার কাজে নিয়োজিত হবেন। একটি মাইক্রোবাস যোগে ওই ৪০ জন শ্রমিককে তুলে দিয়ে বিদায় জানানো হয়। এ পর্যন্ত সদর উপজেলা থেকে মোট ৩১৬ জন কৃষি শ্রমিক গাজীপুর, কুমিল্লা, বগুড়াসহ বিভিন্ন জেলায় সদর উপজেলা অফিসারের প্রত্যয়নে প্রেরন করা হয়েছে বলে জানান সদর ইউএনও।
error: Content is protected !!